ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িশা থেকে ১২ জন পাকিস্তানি নাগরিককে তাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। উড়িষ্যা রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হারিচন্দন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, স্বল্পমেয়াদি ভিসায় থাকা এসব পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের দ্রুত ফেরত পাঠানো হবে।
তিনি জানান, সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেরত পাঠানো হবে। পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকে আরও অনুপ্রবেশকারীদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলেও জানান মন্ত্রী।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হলো। পহেলগামে ২৬ জন পর্যটক হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যেই ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে চলেছে।
মন্তব্য করুন