ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত, যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর জিও নিউজের।
প্রায় ২২ হাজার কিউসেক পানি ডোমেল, মুজাফফরাবাদ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নদীর আশেপাশে বাসিন্দাদের সর্তক করে নদী থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি কাশ্মীরের পাহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানিবন্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয়।
পাকিস্তান এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণরসায়ন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে।
মন্তব্য করুন