পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা করছে ভারত। এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি ভারতের এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, ভারত দেশের বিভিন্ন শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। তার কাছে এমন তথ্য আছে।
তিনি বলেন, ভারত যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে পাকিস্তানও একইভাবে জবাব দেবে এবং তাদের (ভারতকে) চরম মূল্য দিতে বাধ্য করবে।
এর আগে বুধবার আসিফ কাশ্মীরে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন করি না। স্থানীয় কোনো সংঘর্ষে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু করা উচিত নয়।
এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ রয়েছে- ভারতের অধিকাংশ মানুষ এমনটা বিশ্বাস করতে শুরু করেছে। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করার পর ভারতীয় সংবাদমাধ্যমেও এ ধরনের প্রচার চলছে। এতে ভারতজুড়ে ক্ষোভ চরমে। আবেগের বশবর্তী হয়ে অনেকেই সরকারের প্রতি পাকিস্তানে হামলার আহ্বান জানাচ্ছেন।
আল জাজিরার সংবাদদাতা নেহা পুনিয়া নয়াদিল্লি থেকে এ ধরনের পর্যবেক্ষণ জানিয়েছেন। তিনি কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে ভারতের বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেন। তাদের মধ্যে অনেকে মনে করেন, ভারত বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে।
যদি ভারত কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয় তবে যুদ্ধ বেঁধে যেতে পারে। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি) বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের আইনি অধিকারভুক্ত পানি প্রবাহ বন্ধ বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার যে কোনো পদক্ষেপ সরাসরি ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচিত হবে। এজন্য জাতির শক্তির ব্যবহার করে তার জবাব দেওয়া হবে।
মন্তব্য করুন