পহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজন সন্দেহভাজন সন্ত্রাসীকে চিহ্নিত করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানায়, এদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক। খবর আলজাজিরার।
মঙ্গলবার পহেলগামে একদল বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে ভারতীয় ছাড়াও ইতালিয়ান ও ইসরায়েলি নাগরিক ছিলেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক। তৃতীয়জন স্থানীয় এক বাসিন্দা। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ আরও জানায়, এই তিনজন হামলায় সরাসরি অংশগ্রহণ করেছে। এর আগে তাদের গ্রেফতারে সহায়তা করলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়।
এদিকে এই হামলার পর পুরো কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য।
মন্তব্য করুন