গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে পাকিস্তানে উত্তাল বিক্ষোভ দেখা দিয়েছে। দেশজুড়ে অন্তত ১১টি কেএফসি আউটলেটে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। করাচি, লাহোর ও ইসলামাবাদে এসব হামলার ঘটনা ঘটেছে। খবর দ্য নিউ আরবের।
লাহোরে একটি কেএফসি শাখায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক কর্মী নিহত হয়েছেন। যদিও পুলিশ বলছে, ওই সময় সেখানে কোনও বিক্ষোভ চলছিল না।
ধর্মভিত্তিক রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) এক সদস্যকে গ্রেফতার করা হলেও দলটি বলেছে, তারা কোনও সহিংস বিক্ষোভের ডাক দেয়নি। কেএফসি ও পিৎজা হাটের মূল কোম্পানি ইয়াম ব্র্যান্ডস এরইমধ্যেই মুসলিম দেশগুলোতে বয়কটের মুখে পড়েছে।
পাকিস্তানে মার্কিন প্রতীক হিসেবে পরিচিত কেএফসি দীর্ঘদিন ধরেই বিক্ষোভের শিকার হয়ে আসছে। গাজা যুদ্ধ শুরুর পর এমন বিরোধ আরও বেড়েছে।
মন্তব্য করুন