কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০:২৯ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানে ট্রেনে হামলা

নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে হামলাকারীরা

পাকিস্তানের একটি ট্রেন। পুরোনো ছবি
পাকিস্তানের একটি ট্রেন। পুরোনো ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পরে ট্রেনটিতে থাকা সামরিক বাহিনীর সদস্যদের জিম্মি রেখে নারী-শিশুসহ সাধারণ যাত্রীদের ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এর উল্টো তথ্য দিয়েছেন।

তিনি বলেন, জাফর এক্সপ্রেস থেকে কিছু নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেওয়ার সন্ত্রাসীদের দাবি খারিজ করছি। আক্রমণকারীরা তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। সেনা অভিযান থেকে বাঁচতে হামলাকারীরা এ কাজ করছে।

জিও নিউজের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তালাল বলেন, জীবনের ঝুঁকির কারণে নিরাপত্তা বাহিনী সতর্কতা অবলম্বন করে অভিযান চালাচ্ছে। তারা পুরো শক্তি দিয়ে অভিযান পরিচালনা করছে এবং শিগগির সমস্ত যাত্রীকে উদ্ধার করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় সময় সকালে বোলান জেলার মুশকাফ এলাকায় জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনটিতে অতর্কিত হামলা চালায় বিএলএর সদস্যরা। স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণের মাধ্যমে তারা ট্রেনটি থামিয়ে দেয় এবং যাত্রীদের জিম্মি করে।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিল। হামলার পর সশস্ত্র গোষ্ঠীটি ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং বিশেষভাবে সেনাবাহিনীর সদস্যদের টার্গেট করে। হামলাকারীদের গুলিতে ট্রেনচালক গুরুতর আহত হন, ফলে ট্রেনটি একটি টানেলের ভেতরে আটকে যায়।

এদিকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে জানায়, আমাদের যোদ্ধারা জাফর এক্সপ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর ২০ সদস্যকে হত্যা করা হয়েছে এবং ১৮২ জনকে জিম্মি করা হয়েছে।

তবে সাধারণ যাত্রীদের বিষয়ে তারা জানিয়েছে, নারী, শিশু, প্রবীণ এবং বেলুচ নাগরিকদের নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের নিরাপদ পথে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের তারা আটক রেখেছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি পাকিস্তানি সেনাদের উদ্ধার অভিযান বন্ধ করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, যদি সেনাবাহিনী ড্রোন হামলা চালায় বা সামরিক অভিযান চালিয়ে যায়, তাহলে এক ঘণ্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে। তাদের দাবি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অঞ্চল ছেড়ে না গেলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে ট্রেনে বন্দুকধারীদের হাতে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে অন্তত ১৬ জন বন্দুকধারী নিহত হয়েছে। সামরিক বাহিনীর সূত্রে এ সংবাদ প্রকাশ করেছে জিওনিউজ। তবে এখনও ঠিক কতজন জিম্মি রয়েছেন বা সেখানের বর্তমান পরিস্থিতি কী তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু

রাজবাড়ীর সাবেক এমপি কেরামত ২ দিনের রিমান্ডে

স্বচ্ছতা নিশ্চিতে সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে : ডিএনসিসি প্রশাসক

ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান তোফায়েল গ্রেপ্তার 

শত শত মার্কিন হামলাও থামাতে পারেনি ইয়েমেনের যোদ্ধাদের

যুগান্তর সম্পাদকের মানহানি মামলায় মুচলেকায় জামিন বাসস এমডির

ভারতকে নিয়ে শহীদ আফ্রিদির বিস্ফোরক মন্তব্য

ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন : সংস্কৃতি উপদেষ্টা

কাশ্মীর উত্তেজনায় টার্গেটে ইউটিউব চ্যানেল, ১৬টি বন্ধ ঘোষণা

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

১০

গণমাধ্যম এড়ানোর চেষ্টা / ‘এভাবে যাওয়া যায় না, হাঁটব কীভাবে’ ক্রিকেটার নাসিরকে তামিমা

১১

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা

১২

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩ 

১৩

শোয়েব আখতারসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ

১৪

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৬৮

১৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

১৬

খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৭

জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর

১৮

লালমনিরহাটে ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ

১৯

প্রকৃতিতে ঝুমকার মতো ঝুলছে সোনালু ফুল 

২০
X