পাকিস্তানের পেশাওয়ারে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়ায় গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছে। খবর জিও নিউজের।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে মোস্তাক আহমেদ নামক একজনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের নথি অনুযায়ী, আশফাক নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ডে অভিযুক্ত।
মোস্তাক আহমেদ গ্রুপের অ্যাডমিন ছিলেন। বাকবিতণ্ডার কারণে তিনি আশফাক নামের এক সদস্যকে গ্রুপ থেকে বের করে দেন। পরে দুই পক্ষ একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে এবং ব্যাপারটা মীমাংসা করতে সম্মত হয়। তবে আশফাক অস্ত্র নিয়ে গিয়ে মোস্তাককে গুলি করে হত্যা করে বলে মোস্তাকের ভাই পুলিশকে জানিয়েছেন।
তার ভাই আরো দাবি করেছেন, আশফাক গ্রুপ থেকে বের হওয়ার কারণে খুবই ক্ষুব্ধ ছিলেন। তার এই ক্ষোভই এ হত্যাকাণ্ড ঘটেছে।
মন্তব্য করুন