কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদের পর আন্দোলনের ঘোষণা ইমরান খানের পিটিআই

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে পিটিআই থেকে এই ঘোষণা এসেছে।  ছবি : সংগৃহীত।
পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে পিটিআই থেকে এই ঘোষণা এসেছে।  ছবি : সংগৃহীত।

পাকিস্তানে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষণা করেছে যে, তারা আগামী ঈদুল ফিতরের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামবে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে এই ঘোষণা এসেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদ সম্মেলনে পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই বলেন, বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের দুটি প্রধান দল—পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) ও পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ)—এর মধ্যে ব্যাপক মতানৈক্য সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ঈদের আগেই শেহবাজ সরকারের পতন ঘটতে পারে। ইউসুফজাই আরও দাবি করেন, ক্ষমতাসীন দলগুলোর মধ্যে একে অপরকে দোষারোপের কারণে সরকারের শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

পিপিপি নেতারা অভিযোগ করছেন, পিএমএল-এন সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছে। অপরদিকে পিএমএল-এন দাবি করছে, সিন্ধ প্রদেশে পিপিপি সরকারের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। দুই দলের মধ্যে এই বিরোধের ফলে সরকারের পতন দ্রুতই ঘটবে বলে তারা ধারণা করছেন।

পিটিআইয়ের এই নেতা ঈদের পর সরকারের বিরুদ্ধে একটি বৃহৎ বিরোধী দলীয় জোট গঠনের কথাও জানিয়েছেন। তিনি জানান, এই জোট পিটিআইসহ অন্যান্য বিরোধী দলগুলো ঈদের পর সরকারের পতন ঘটাতে কঠোর আন্দোলন শুরু করবে। তিনি আরও বলেন, এটা সরকারের বিরুদ্ধে জনগণের রাগ ও ক্ষোভের প্রতিফলন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের শুরুতে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ইমরান খান ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এমনকি তার দল পিটিআইকে ব্যাট প্রতীকে নির্বাচনে অংশ নিতে অনুমতি দেওয়া হয়নি, ফলে পিটিআইয়ের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে, সেই নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও পিটিআই সরকার গঠন করতে পারেনি।

গত বছরের নভেম্বর মাসে, ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল লংমার্চ করে পিটিআই। কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনটি ব্যর্থ হয়। এখন ঈদুল ফিতরের পর ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে পিটিআই, যা সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয় : খলিলুর রহমান

জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা

অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

কুয়েটে আন্দোলনকারীদের গ্রাফিতিতে উপাচার্যের পদত্যাগ দাবি 

এবার লা লিগার সূচি নিয়ে বার্সা কোচের ক্ষোভ

ইসরায়েলের ‘অসম্ভব শর্ত’, প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি যোদ্ধারা

নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি : এ্যানি

বিশ্বকাপে পাকিস্তান, জ্যোতিদের যে সমীকরণ

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ হতে হবে’

১০

আফগান সরকারকে সুখবর দিল রাশিয়া

১১

কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া

১২

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন যাত্রা নিয়ে যা বলছেন বিশ্লেষকরা

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার 

১৪

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সাইফুল হক

১৫

পুরোনো শত্রু মিত্র হওয়ার অনেক উদাহরণ আছে : উপ-প্রেস সচিব

১৬

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

১৭

‘নতুন করে আর কোনো সরকারকে স্বৈরাচার হতে দেওয়া হবে না’

১৮

অনার্স পড়ুয়া ভাগ্নের হাত ধরে মামি উধাও

১৯

পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ

২০
X