রমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, দুর্নীতি এবং নিম্নমানের পণ্য বিক্রি রোধের লক্ষ্যে ইউটিলিটি স্টোর ছাড়াই রমজান ত্রাণ প্যাকেজ চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দেওয়ার সময় শাহবাজ রমজানের জন্য একটি স্বচ্ছ এবং কার্যকর ত্রাণ ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ইউটিলিটি স্টোরগুলোর অব্যবস্থাপনার কারণে গত বছরের প্যাকেজে অসংখ্য অভিযোগ উঠেছিল।
তিনি বলেন, আমি কয়েক মাস আগে ইউটিলিটি স্টোরগুলোর বর্তমান অবস্থা টেকসই নয় বলে জানিয়েছিলাম। গত রমজানে ইউটিলিটি স্টোরের বিষয়ে অহরহ অভিযোগ উঠেছিল। ফরে এগুলো ছাড়াই আমরা একটি প্যাকেজ চালুর সিদ্ধান্ত নিয়েছি।
বৈঠকে শাহবাজ ক্রমহ্রাসমান মুদ্রাস্ফীতির হারে সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ২৮ দশমিক ৭৩ শতাংশ ছিল। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে তা কমে ৪. দশমিক ১ শতাংশে নেমে এসেছে।
তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতির ধীরে ধীরে হ্রাস একটি ইতিবাচক অগ্রগতি। আমরা এখন অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর জোর দিচ্ছি। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে এই লক্ষ্যে মনোনিবেশ করতে হবে।
মন্তব্য করুন