বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করার ঘোষণা দিয়েছেন দেশটিতে নব নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান।
তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত ও সম্পর্ক উন্নত হবে। এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে।
হাই কমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। এ সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক মাধ্যমের মাধ্যমে তরুণদের নিজেদের অধিকার প্রকাশ করার বিষয়টি তুলে ধরেন।
এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান।
পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরে বলেন, যদিও চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য চললেও তা এখন সীমিত পরিসরে চলছে।
আগামী সংসদ নির্বাচন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বিষয়েও কথা বলেন ইকবাল হোসেন।
মন্তব্য করুন