নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (এসইউপিএআরসিও) স্যাটেলাইটের তত্ত্বাবধান করেছে। ইও-১ নামের এ স্যাটেলাইটটি পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের স্যাটেলাইট প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত এবং পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য এবং চিত্র সংগ্রহ করতে ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে।
এক বিবৃতিতে এসইউপিএআরসিও জানিয়েছে, নতুন এ স্যাটেলাইট পাকিস্তানের সক্ষমতা বাড়াবে। এটি প্রাকৃতিক সম্পদের নিরীক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা এবং কৃষি শিল্পেও অবদান রাখবে। এর মাধ্যমে মহাকাশ অনুসন্ধানে পাকিস্তানের আত্মনির্ভরশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের দিকটি ফুটে উঠেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এসইউপিএআরসিও সঠিকপথে রয়েছে। এই স্যাটেলাইট মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে।’ এ দিনকে তিনি পাকিস্তানের জন্য গৌরবের দিন বলেও উল্লেখ করেন।
এর আগে গত বছরের মে মাসে পাকিস্তান একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন ও এসইউপিএআরসিও যৌথভাবে যোগাযোগব্যবস্থা উন্নতির জন্য পাঠানো এ স্যাটেলাইট তৈরি করেছিল।
মন্তব্য করুন