কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাক-আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৩

হামলার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠছে। ছবি : সংগৃহীত
হামলার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠছে। ছবি : সংগৃহীত

পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি এই তথ্য প্রকাশ করেছে।

এ সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর। এই হামলার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে।

এদিকে, আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এটি পাকিস্তানে হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। আফগান মন্ত্রণালয়ের দাবি, হামলাগুলো ‘অনুমানমূলক রেখার বাইরে’ (ডুরান্ড লাইন) করা হয়েছে, তবে পাকিস্তানে হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি।

এছাড়া, আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করে। তবে, এই সংঘর্ষের ফলে পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ের মধ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যায়।

প্রসঙ্গত, ডুরান্ড লাইন, যেটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক সীমান্ত, সেটি আফগানদের জন্য একটি স্পর্শকাতর বিষয়। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে আফগান সরকার কখনোই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, যদিও আন্তর্জাতিকভাবে এটি দুই দেশের সীমানা হিসেবে গণ্য করা হয়। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই এই সীমান্ত নিয়ে বিতর্কে জড়িত এবং এটি আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বাস করা পশতুন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই সংঘর্ষের মধ্যে, আফগানিস্তানে মর্টার শেলের আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলগুলোর আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায়, যেখানে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং বেশিরভাগই শিশু ও নারী। এই হামলার পর তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে হামলাকে ‘বর্বর’ এবং ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে।

এই পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে আমাদের নিরপরাধ নাগরিকদের হত্যা করা থেকে টিটিপি (পাকিস্তান তালেবান) কে থামাতে হবে। এটি আমাদের রেড লাইন।

এ সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে আরও বড় উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক মহলে এর প্রভাব ছড়িয়ে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর মাটি বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

জবির প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ছাত্রদলের পদবঞ্চিতদের

সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন, সম্পাদক নাসির

২৯ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ক্লাসে ফিরতে চেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের স্ট্যাটাস

সিরাজগঞ্জে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

‘পতিত’ ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : টিপু

কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

১০

টানা ৭ম বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু

১১

বরিশালে পলিথিনের ব্যবহার কমেনি

১২

মহম্মদপুরে মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা রোববার 

১৩

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

১৪

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের প্রতিবাদ

১৫

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

১৬

সূর্যের কাছাকাছি গিয়ে সাড়া দিয়েছে মহাকাশযান!

১৭

সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

১৮

স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলেজ শিক্ষকের

১৯

সচিবালয়ের আগুনে শেখ হাসিনার হাত থাকতে পারে : মামুন মাহমুদ

২০
X