কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের, তীব্র উত্তেজনা

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের, তীব্র উত্তেজনা
মুষ্টিবদ্ধ হাতে আঁকা আফগানিস্তান ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পাকতিকার বারমাল এলাকায় পাকিস্তানি বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

তারা আরও জোর দিয়ে বলেছে, আফগানিস্তানের মাটি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের ন্যায্য অধিকার। ওয়াজিরিস্তানের উদ্বাস্তুদের লক্ষ্য করে চালানো এই হামলার জন্য পাকিস্তানকে দায় নিতে হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার পর ওই প্রতিক্রিয়া জানায় মন্ত্রণালয়। এ ঘটনায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা থেকে যাচ্ছে।

পাকিস্তানি কর্মকর্তারা এখনো কয়েক ঘণ্টা আগে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র সাংবাদিকদের জানিয়েছে, বিমান হামলা সীমান্তে পাকিস্তানি তালেবানের আস্তানাকে লক্ষ্য করে করা হয়েছে। কারণ, তালেবানরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। আফগান তালেবানরা ওই জঙ্গিদের হামলা ঠেকাতে তাদের সহযোগিতা করছে না। বরং, আফগানিস্তানের ভূমি ব্যবহার করার সুযোগ দিয়ে পাকিস্তানের সীমান্ত অশান্ত করে তুলেছে।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি অস্বীকার করেছেন। এক্স-বার্তায় তিনি বলেন, বেসামরিক মানুষদের ওপর হামলা হয়েছে। যাদের বেশিরভাগ ওয়াজিরিস্তানি উদ্বাস্তু। তারাই বিমান হামলায় নিহত হয়েছেন।

যদিও কোনো সঠিক হতাহতের পরিসংখ্যান দেননি তিনি। তবে খোয়ারজমি বলেছেন, হামলায় বেশ কয়েকজন শিশু এবং অন্যান্য বেসামরিক ব্যক্তি শহীদ ও আহত হয়েছেন।

অপরদিকে পৃথক সূত্র বলছে, পাকিস্তানের হামলায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের একটি নিভৃত গ্রাম। সেই গ্রামের নারী-শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বেশি।

আফগান সংবাদমাধ্যম দ্য খামা প্রেস নিউজ এজেন্সি স্থানীয় সূত্রের বরাতে ওই তথ্য জানিয়েছে। এসব দাবি একতরফা। কারণ, পাকিস্তান এখনো কোনো মন্তব্য করেনি।

খামা প্রেস বলেছে, পাকতিকা থেকে পাওয়া প্রতিবেদনগুলো ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলার পরে ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বিমান হামলা করা হয়। বারমাল জেলার অন্তত সাতটি গ্রামে মুহুর্মুহু ফেলা হয় বোমা। এর মধ্যে লামন গ্রামে নারী ও শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। অপরদিকে প্রদেশের বারমাল জেলার মুর্গ বাজার এলাকায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানকার ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান।

সর্বশেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ যোগ দিয়েছেন। তারা বলছেন, পাকিস্তান থেকে যুদ্ধবিমান আসতে তারা দেখেছেন। কিছু বুঝে উঠার আগেই বোমা ফেলা শুরু হয়। বিস্ফোরণে কেঁপে উঠে শান্ত গ্রামগুলো। যে পরিমাণ বোমার বর্ণনা তারা দিচ্ছেন তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

দুদকের অনাপত্তিপত্র ছাড়াই থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

১০

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

১১

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

১২

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১৩

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১৪

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১৫

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৬

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৭

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৮

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

১৯

কোনো সরকার বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে পারেনি : এবি পার্টি

২০
X