পাকিস্তান তার দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন সমালোচনাকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে।
শনিবার (২১ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সরবরাহের মাধ্যমে উত্থাপিত কথিত হুমকি সম্পর্কে মার্কিন মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, ভারত থেকে আসা ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে এই কর্মসূচি অপরিহার্য ছিল। খবর ডন।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন অভিযোগকে অযৌক্তিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটবিহীন বলে অভিহিত করেছে এবং দেশের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ কৌশলের অধীনে ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এর আগে, মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফাইনার ‘কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’-এ দেওয়া এক বক্তৃতায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন যে, দেশটি দক্ষিণ এশিয়ার বাইরে মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে। তিনি বলেন, পাকিস্তানের এই কর্মসূচি আমাদের জন্য একটি বড় হুমকি।
পাকিস্তানের প্রতিক্রিয়ায়, মুমতাজ জাহরা বালোচ জানান, মার্কিন অভিযোগগুলো ভিত্তিহীন ও যুক্তিহীন। তিনি বলেন, পাকিস্তানের কৌশলগত কর্মসূচি শুধু দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে।
তিনি আরও বলেন, পাকিস্তানের কৌশলগত সক্ষমতা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রণীত এবং এর ওপর কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘমেয়াদি সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং বলেন, ১৯৫৪ সাল থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ছিল। তবে, সাম্প্রতিক মার্কিন অভিযোগগুলো এ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।
পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে যে, ভারতের স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করছে।
মন্তব্য করুন