কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা

কোনো পক্ষই বিজয়ী হয়নি, উত্তেজনা আরও বেড়েছে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আন্দোলনের এক মুহূর্তে। ছবি : সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আন্দোলনের এক মুহূর্তে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ এবং রাজনৈতিক অস্থিরতার জেরে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বিক্ষোভ প্রত্যাহারের পরও দেশটিতে উত্তেজনা কমেনি বরং পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।

এই পরিস্থিতিতে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তানের এই আন্দোলনে কোনো পক্ষই বিজয়ী হয়নি। সরকারের দমনপীড়ন এবং পিটিআই’র পিছু হটা উভয়ই রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও তীব্র করেছে।

বুধবার (২৭ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে পাকিস্তানে রাজনৈতিক আন্দোলন নিয়ে এই মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের মোকাবিলায় সাহসিকতা দেখিয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত দমনপীড়ন এবং ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

বিশেষত, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকার এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকার তীব্র সমালোচনা করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনীয় ও অতিরিক্ত দমনপীড়ন করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

কারাবন্দি ইমরান খান তার সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তবে তার দলের প্রতিবাদে সরকারের কঠোর পদক্ষেপ এবং দমনপীড়ন পিটিআই ও সরকারের মধ্যে সম্পর্ককে আরও তিক্ত করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি পাকিস্তানকে আরও গভীর সংকটে নিয়ে যেতে পারে। একদিকে পিটিআই ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে তীব্র বিরোধ, অন্যদিকে রাজনৈতিক সহিংসতা এবং দমনপীড়ন দেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।

পাকিস্তান মানবাধিকার কমিশন এবং রাজনৈতিক বিশ্লেষকরা দুদলের প্রতি সমঝোতার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, আলোচনার মাধ্যমে সমঝোতায় না পৌঁছালে দেশের অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি মন্তব্য করেছেন, এই ধরনের প্রতিবাদ আন্দোলন পাকিস্তানের জন্য একটি বড় বিপর্যয়ের কারণ হতে পারে। আমাদের দেশের স্থিতিশীলতা রক্ষায় এখনই প্রয়োজন কঠোর পদক্ষেপ এবং রাজনৈতিক সমঝোতা।

সর্বশেষ পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেশটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমঝোতা ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে উত্তেজনা প্রশমিত না হলে দেশটি আরও গভীর সংকটে নিমজ্জিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে আ.লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বোমায় ধসে পড়া ভবনে খালি হাতে উদ্ধার অভিযান, দেখুন ছবিতে

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার খবর কী 

নাইটক্লাবের ধ্বংসস্তূপে মিলল আরও মরদেহ, নিখোঁজদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ

১৩ ফুট লম্বা অজগর অবমুক্ত

চট্টগ্রামে বৃষ্টি হতে পারে সারাদিন  

ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক

গাজায় দখলদারদের হামলায় নিহত আরও ৪০

১০

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

১১

১১ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

পাগলের তকমা দিয়ে শিকলবন্দি বাবুল!

১৩

১১ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৪

হবিগঞ্জে যুবলীগ নেতা মন্টু গ্রেপ্তার

১৫

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

১৬

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

১৭

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

১৮

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

১৯

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

২০
X