পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
শুক্রবার (১১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগে এ ধরনের হামলা নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।
শুক্রবার স্থানীয় পুলিশ কর্মকর্তা হামায়ুন খান নাসির জানান, বৃহস্পতিবার রাতে হামলাকারীরা বেলুচিস্তান প্রদেশের দুক্কি জেলার খনি শ্রমিকদের কোয়ার্টারে প্রবেশ করে। এরপর সেখানে শ্রমিকদের একত্র করে এবং গুলি চালায়।
তিনি বলেন, একদল সশস্ত্র গোষ্ঠী দুক্কির এলাকার জুনাইদ কয়লা কোম্পানির খনিগুলোতে ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তারা খনিতে রকেট এবং গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশের এ কর্মকর্তা জানান, নিহতদের বেশিরভাগই বেলুচিস্তানের মধ্যে পশতু-ভাষী অঞ্চলের বাসিন্দা। নিহতদের মধ্যে তিনজন এবং আহতদের মধ্যে চারজন আফগান নাগরিক। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
মন্তব্য করুন