ব্যাপক ধরপাকড়, কার্যালয়ে পুলিশি তল্লাশি, শীর্ষনেতাদের আত্মগোপনের মধ্য দিয়ে রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। রোববার (০৮ সেপ্টেম্বর) রাজধানী ইসলামাবাদে এ সমাবেশ করবে দলটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকেই কয়েক দিন ধরে এ সমাবেশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ফলে রোববার রাজধানীতে সমাবেশ করবে দলটি।
জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগার থেকে কর্মীদের ইসলামাবাদে সমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া কোনো বাধা আসলে তা রুখে দেওয়ার বার্তাও দেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, আজকের সমাবেশ ঘিরে ইসলামাবাদে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন ও সমাবেশের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অন্যদিকে পিটিআইয়ের সমাবেশ ঘিরে ইসলামাবাদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ফলে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে বিড়ম্বনা আর ভোগান্তিতে পড়েছেন চালকরা।
এদিকে বিরোধীদলের সমাবেশ ঠেকাতে নতুন আইন করেছে পাকিস্তান। শান্তিপূর্ণ সমাবেশ এবং পাবলিক অর্ডার বিল-২০২৪ নামের এ আইনে বেআইনি মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জানা গেছে, পিটিআই সমর্থিত সংসদ সদস্যদের বিরোধিতা সত্ত্বেও এ আইন পাস করেছে শাহবাজ সরকার। এরপর এটি রাষ্ট্রপতি অনুমোদন করায় এখন কার্যকর আইনে পরিণত হয়েছে।
নতুন এ আইনে জেলা ম্যাজিস্ট্রেটকে রাজধানীতে জনসমাবেশ নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়া বেআইনি সমাবেশে অভিযুক্ত ব্যক্তিদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনির্দিষ্ট জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া একই ব্যক্তি দ্বিতীয়বার অপরাধ করলে ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
মন্তব্য করুন