রাস্তায় চালাচ্ছিলেন টয়োটা ল্যান্ড ক্রুজার। হঠাৎ বাঁক নিতে গিয়ে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলকে চাপা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন।
ভয়াবহ এই দুর্ঘটনার পরও মুখে হাসি, নেই কোনো অনুশোচনা ওই গাড়িচালকের। হত্যার পরও দেখালেন তার ক্ষমতার দাম্ভিকতা।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে। এই দুর্ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর যখন সাধারণ মানুষ তরুণীকে ঘিরে ধরেছেন তখন তিনি দম্ভ করে বলছেন, ‘জানো আমার বাবা কে’। এ সময় তাকে হাসতেও দেখা যায়! জানা যায়, দুজনকে হত্যা করা ওই তরুণীর নাম নাতাসা দানিস। তিনি পাকিস্তানের প্রভাবশালী ব্যবসায়ী দানিস ইকবালের স্ত্রী।
এই ঘটনার পর তিনি ক্ষমতা ব্যবহার করে দুর্ঘটনার পর আদালতেও উপস্থিত হননি বলে জানা যায়। এ সময় তার আইনজীবী দাবি করেন, নাতাশা মানসিকভাবে সুস্থ নয়। কিন্তু জিন্নাহ হাসপাতালের রিপোর্টে দেখা গেছে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং হাসপাতাল ছেড়েছেন। সর্বশেষ জানা যায়, তিনি বর্তমানে ১৪ দিনের বিচার বিভাগীয় রিমান্ডে রয়েছেন।
মন্তব্য করুন