কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির এবং শাহ মাহমুদ কুরেশির মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে গতকাল শনিবার খাইবার পাখতুনখাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

খাইবার পাখতুনখাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতারা দ্রুত ইমরান খান ও অন্য রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি করে বলেন, তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পেশোয়ারের ৩টি এলাকায় গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিটিআই। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের নামাক মান্দি এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাদেশিক উচ্চশিক্ষামন্ত্রী মিনা খান আফ্রিদি।

মিনা খান আফ্রিদি বলেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও অন্য নেতাদের কারাবন্দি করে রাখা অবৈধ। আইনশৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় ব্যাপক অনাচার সৃষ্টি করেছে। গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জনগণ পিটিআইকেই ভোট দেওয়ার পরও পিএমএল-এন ও তাদের মিত্ররা নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতায় বসেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্য বক্তারাও পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করে তারা বলেন, নির্বাচনে কারচুপির সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে। জনগণের কল্যাণ হয়, এমন কিছুই করছে না। অবিলম্বে রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে দেশে সংবিধান ও আইনের শাসন জারি করার আহ্বান জানান পিটিআইয়ের নেতারা।

পাকিস্তানে ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি জেনেভাভিত্তিক জাতিসংঘের একটি মানবাধিবার সংস্থা ইমরান খানকে কারাবন্দি রাখা বিধিবহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবৃতি প্রকাশ করে। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগিরই মুক্তি পাওয়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিয়ে গবেষণা করা ফিচ সলিউশন কোম্পানি (বিএমআই)। তারা বলেন, দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগিরই মুক্তি পাওয়ারও সম্ভাবনা নেই। দেশটিতে আরও ১৮ মাস ক্ষমতায় থাকতে পারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে তুর্কি বিমান হামলা, ২৪ স্থাপনা ধ্বংস

দ্বিতীয় সেশনেও টাইগারদের দাপট

ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের

ভিসার মেয়াদ শেষ আজ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে

লক্ষ্মীপুরে পিটিআই প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

সালমানকে নিয়ে যা বললেন শাবনূর

ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেনকে দিয়েছে ইরান!

শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় বাংলাদেশের

নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

বিদেশি শিক্ষার্থী-কর্মীদের কানাডার দুঃসংবাদ

১০

পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবি প্রশাসনের মামলা

১১

জবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন

১২

ঢাবিতে মব জাস্টিসের প্রতিবাদে ‘ব্রিং ব্যাক জাস্টিস’ কর্মসূচি

১৩

ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল

১৪

আ.লীগ নেতা তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

১৬

ঢাবি ও জাবিতে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার তদন্ত দাবি ঐক্য পরিষদের

১৮

ঢাবির হলে পিটিয়ে হত্যা, তদন্তে প্রত্যক্ষদর্শীদের সহায়তার আহ্বান

১৯

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যা নিয়ে আ.লীগের বিবৃতি

২০
X