কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। তাই হাত পেতে চালাতে হচ্ছে দেশ। তারপরও বড়সড় এক ঘোষণাই দিয়ে বসলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঋণ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কড়া কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর কথা। কিন্তু সে শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদের সরকার।

পাকিস্তানের বিদ্যুৎ খাতের অপরিশোধ করা ঋণ আইএমএফের জন্য বড় উদ্বেগের বিষয়। আবার ঋণের ভার টেনে নেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে। তাই অর্থ সংকট কাটাতে আইএমএফের সঙ্গে আরও একটি চুক্তির পরিকল্পনা করছে পাকিস্তান। রয়টার্স বলছে, চলতি মাসেই ওই চুক্তি হতে পারে। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শাহবাজ জানিয়েছেন, আগামী অক্টোবরের আগে বিদ্যুতের দাম বাড়াবেন না তারা।

গেল বছর আইএমএফের সঙ্গে একটি চুক্তি করেছিল পাকিস্তান। এর আওতায় গেল ১২ মাসে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়। কিন্তু আইএমএফের শর্তের রেশ গিয়ে পড়ে দেশটির দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর। সে ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। গেল এপ্রিলে ওই কর্মসূচির মেয়াদ শেষ হয়। কিন্তু দেশ চালাতে হলে ঋণ নেওয়া ছাড়া পাকিস্তানের কাছে কোনো বিকল্প নেই।

তাই আবারও আইএমএফের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। কিন্তু মঙ্গলবার শাহবাজ বলেন, আমরা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই তিন মাসের জন্য জনগণকে স্বস্তি দিচ্ছি। অক্টোবর মাসে সাধারণত তাপমাত্রা কমে যায়। তখন বিদ্যুতের চাহিদাও কম থাকে। সরকার ওই সময় বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। যাতে করে বিদ্যুতের দাম বাড়লেও মানুষের ওপর চাপ না পড়ে।

পাকিস্তানে বিদ্যুতের বার্ষিক ব্যবহার নিম্নমুখী। এক পরিসংখ্যান বলছে, গেল ১৬ বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানে বিদ্যুতের বার্ষিক ব্যবহার কমে যেতে পারে। এর মূল কারণ, বিদ্যুতের দাম বেড়ে যাওয়া বলে মনে করা হচ্ছে। দাম বাড়ায় মানুষজন বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে দিয়েছে। তবে তিন মাস পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা শুধু ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।

চলতি অর্থবছরের জন্য পাকিস্তান ১৩ লাখ কোটি রুপি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বিদায়ী অর্থবছরের চেয়ে ৪০ শতাংশ বেশি। এ ছাড়া দেশটি রাজস্ব ঘাটতি জিডিপির ৫ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনতে চায়। পাকিস্তানের এমন বাজেট আইএমএফকে খুশি করবে বলেই মনে করা হচ্ছে। তবে সংকটে থাকা অর্থনীতির চাপে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। তাই উচ্চ কর তাদের ক্ষোভ বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X