সবার আগে ইংরেজি ২০২৪ সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সেখানে বর্ষবরণের উৎসব শুরু হয়। ভৌগোলিক অবস্থানের কারণে ঘড়ির কাঁটা সবার আগে রাত ১২টা ছুঁয়েছে নিউজিল্যান্ডে।
প্রতি বছরের মতো এবারও স্কাই টাওয়ারকে ঘিরেই ছিল উদযাপনের সবচেয়ে বড় আয়োজন। নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে সেখানে। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকচ্ছটায় ছেয়ে যায় অকল্যান্ডের আকাশ।
তবে বর্ষবরণের সবচেয়ে বড় উৎসব রয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ চোখ ধাঁধানো আয়োজনটি হয় সিডনি হার্বারে। যা চলে দীর্ঘ সময় পর্যন্ত।
ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় ২৪ ঘণ্টা ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে বর্ষবরণের আয়োজন। বর্ণিল আয়োজন রাখা হয়েছে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার সব দেশেই।
উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র নিউইয়র্ক টাইমস স্কয়ারে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। তবে দূষণ কমাতে অনেক দেশে আতশবাজির পরিবর্তে রাখা হয়েছে লেজার শোর ব্যবস্থা।
মন্তব্য করুন