কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরেও রাগ পুষে রেখেছেন নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে এখনো কোনো আনুষ্ঠানিক শোকবার্তা দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা প্রকাশের কিছুক্ষণ পরেই সেটি আবার মুছে ফেলা হয়েছে। অনেকে বলছেন, গাজা ইস্যু নিয়ে পোপের অবস্থানে ক্ষুদ্ধ ছিলেন নেতানিয়াহু, তারই প্রকাশ দেখা যাচ্ছে এখন।

সোমবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে শোকবার্তাটি প্রকাশের কিছুক্ষণ পরেই সেটি আবার মুছে ফেলা হয়। বার্তায় লেখা ছিল, ‘আপনার আত্মা শান্তি পাক, পোপ ফ্রান্সিস। তার জীবনাদর্শ আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকুক।’

যদিও শোকবার্তাটি প্রত্যাহারের বিষয়ে সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবুও গাজার যুদ্ধ নিয়ে পোপের পূর্ববর্তী অবস্থানকে ঘিরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে দেশটির সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে জানতে চায় জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটিকে ওই কর্মকর্তা বলেন, ‘পোপ একাধিকবার ইসরায়েলবিরোধী মন্তব্য করেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রকাশের বিষয়ে সরকারের কোনো নির্দেশনা ছিল না। শোকবার্তাটি ভুলক্রমে প্রকাশ করা হয়েছিল।’

উল্লেখ্য, গত নভেম্বরে পোপ ফ্রান্সিস বলেছিলেন, ‘গাজায় যা ঘটছে, তা কি গণহত্যা নয়—এই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের খতিয়ে দেখা উচিত।’ ওই মন্তব্যে স্পষ্টভাবে ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতেও গাজার মানবিক পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন তিনি।

পোপের এসব বক্তব্য ইসরায়েলি রাজনৈতিক মহলে অসন্তোষের জন্ম দেয়। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রোমের প্রধান র‍্যাবাই (ইহুদিদের ধর্মযাজক) বলেছিলেন, পোপ পক্ষপাতমূলক সমালোচনা করছেন এবং এতে ইসরায়েলের প্রতি অসামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে।

তবে নেতানিয়াহু আনুষ্ঠানিক কোনো শোকবার্তা না দিলেও ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক খোলা চিঠিতে খ্রিস্টানদের প্রতি সমবেদনা জানিয়েছেন। চিঠিতে তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিস ছিলেন বিশ্বাস, সহানুভূতি ও মানবিকতার প্রতীক।’

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ভ্যাটিকানের সম্পর্ক বরাবরই জটিল। যদিও সাম্প্রতিক দশকে ধর্মীয় ও কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে, তবে গাজা যুদ্ধ ইস্যুতে এই সম্পর্ক আবারো উত্তপ্ত হয়ে উঠছে।

পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে দায়িত্ব পালনকালে যুদ্ধ ও সংঘাতের বিষয়ে নিরপেক্ষ অবস্থান রাখার চেষ্টা করেছেন। তিনি যেমন ইহুদি বিদ্বেষের নিন্দা করেছেন, তেমনি গাজার সংখ্যালঘু খ্রিস্টানদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রেখেছিলেন।

ক্যাথলিক এই ধর্মগুরুর মৃত্যুতে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় শোকাহত। পোপের মৃত্যুর পর বিভিন্ন দেশ ও নেতারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে ইসরায়েলের দ্বিধান্বিত প্রতিক্রিয়া প্রশ্ন তুলছে ধর্ম ও রাজনীতির সংবেদনশীল সম্পর্ক নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন : শিক্ষা উপদেষ্টা

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আনিসুল হকের বান্ধবী তৌফিকার ব্যাংকের ৪৩ কোটি টাকা ফ্রিজ

পরাজয়ের পর বেতন বৃদ্ধির প্রশ্নে ক্ষুব্ধ শান্ত

এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি জব্দ

পারভেজ হত্যা : দুই তরুণীকে খুঁজে বের করতে বললেন বিচারক

ইসলামী আন্দোলনের যৌথসভা / জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য

চার শিক্ষাপ্রতিষ্ঠানে ঘণ্টা বাজাল প্রতিবন্ধী শিশুরা

পাবনায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

এবার কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

১০

১০ বছরের সঞ্চয়ে ফেরারি গাড়ি, এক ঘণ্টা চালাতেই বিস্ফোরণ

১১

৩ দফা দাবিতে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন 

১২

অফিসে ঢুকে প্রধান শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ

১৩

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

১৪

কানাডায় অভিবাসীদের ভবিষ্যৎ কী অনিশ্চিত?

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় / ভিসির অনুমোদনের পরেও তথ্য পান না সাংবাদিকরা!

১৬

হৃদয়ের নিষেধাজ্ঞা ফিরছে, শরফুদ্দৌলাও ফিরিয়ে নিয়েছেন পদত্যাগপত্র!

১৭

রাজউককে জনবান্ধব করতে আইন ও বোর্ডের গঠন বদলাতে হবে: রিজওয়ানা হাসান

১৮

বিচ্ছেদের গল্পে একসঙ্গে ইয়ামি-হাশমি

১৯

সৌন্দর্যে ঠাসা সিলেট স্টেডিয়াম কি বাংলাদেশের জন্য অভিশাপ?

২০
X