হাতের ধাক্কায় কিংবা শরীরে বেঁধে ট্রেন সরানো খুবই কঠিন একটি কাজ। বলা যায় অসম্ভবই। তবে হাত নয়, শুধু দাঁত দিয়ে ট্রেন টেনে নিয়ে যাওয়ার অবিশ্বাস্য কাজ করিয়ে দেখিয়েছেন এক যুবক। মিসরীয় ওই যুবকের নাম আশরাফ মাহারুস। দাঁত দিয়ে ট্রেন টেনে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন তিনি।
আশরাফের দাঁত দিয়ে ট্রেন টেনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়- সাদা ও কমলা রঙের একটি ট্রেনে বিশেষ এক ধরনের ফিতা লাগিয়ে সেটিকে টানার চেষ্টা করছেন মাহারুস। এসময় দুপাশে গিনেজ বুক অব ওয়ার্ল্ডের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন উৎসুক অনেক জনতা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, আশরাফ মাহারুস এ সপ্তাহে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে ৩টি বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। যার মধ্যে একটি হলো দাঁত দিয়ে সবচেয়ে ভারী ট্রেন টানার রেকর্ড। আর বাকি দুটি হলো সবচেয়ে ভারী ইঞ্জিন টানা এবং দ্রুতগতিতে ১০০ মিটার গাড়ি টানার রেকর্ড।
জানা যায়, ঘটনার দিন স্থানীয় সময় গেল বৃহস্পতিবার সাধারণ মানুষ কায়রোর রামসেস ট্রেন স্টেশনে জড়ো হন। সেখানেই ২৭০ টন ওজনের একটি ট্রেনে দড়ি লাগিয়ে নিজের দাঁত দিয়ে ট্রেনে প্রায় ৩৩ ফুট এগিয়ে নিয়ে যান মাহারুস। এরপর শরীরের সঙ্গে বেল্ট বেঁধে ট্রেনটি আবারও টানেন তিনি।
আশরাফ মাহারুস তার দেশে কাবোঙ্গা নামে পরিচিত। তার শরীরে যে শক্তি রয়েছে সেটি দিয়ে অনেক কিছুই করতে পারেন। দাঁত দিয়ে ট্রেন টানা তার মধ্যে অন্যতম। ৪০ বছর বয়সী এই ব্যক্তি গেল বছর মাত্র ৩০ সেকেন্ডে ১১টি কাঁচা ডিম ভেঙে ও সেগুলো খেয়ে রেকর্ড গড়েছিলেন। এরআগে ২০২১ সালে নিজের দাঁত দিয়ে ১৫ হাজার ৭৩০ কেজি ওজনের একটি গাড়ি টেনেছিলেন তিনি।
বৃহস্পতিবার বিশ্বরেকর্ড গড়ার জন্য যে আয়োজনটি করা হয় সেটির অন্যতম আয়োজক দওলেত এলনাকেব বলেছেন, আশরাফ মাহারুসের ‘অস্বাভাবিক শক্তি’ রয়েছে।
সূত্র : এপি নিউজ
মন্তব্য করুন