কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যেসব দেশের মুসল্লিরা ২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করছেন বিশ্বের কোটি কোটি মুসলমান। ইসলামের অন্যতম স্তম্ভ রোজা আত্মসংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। তবে বিশ্বের সব দেশে এক সময়ের জন্য রোজা রাখা সম্ভব নয়, কারণ ভৌগোলিক অবস্থানের কারণে দিন ও রাতের দৈর্ঘ্যে পার্থক্য দেখা যায়।

বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোতে প্রায় ১৩-১৪ ঘণ্টা রোজা রাখতে হয়। কিন্তু উত্তর ইউরোপের কিছু দেশে দীর্ঘদিনের কারণে মুসল্লিদের ২০ ঘণ্টারও বেশি সময় না খেয়ে থাকতে হয়। চলুন, জেনে নিই সেই দেশগুলোর কথা, যেখানে মুসলমানরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করেন।

বিশ্বের দীর্ঘতম রোজা কোথায়?

সুইডেন (কিরুনা)

সুইডেনের উত্তরাঞ্চলীয় শহর কিরুনার মুসল্লিরা এ বছর ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। সেখানে গ্রীষ্মকালে সূর্য দীর্ঘক্ষণ আকাশে থাকে, ফলে দিন দীর্ঘতর হয়। এতে মুসল্লিদের ইফতারের পর খুব অল্প সময়েই সেহরি খাওয়ার প্রস্তুতি নিতে হয়।

নরওয়ে (ট্রমসো ও অন্যান্য শহর)

নরওয়ের মুসলমানদেরও প্রায় ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখতে হবে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে, যেমন ট্রমসো শহরে, গ্রীষ্মকালে সূর্য প্রায় পুরো সময়ই আকাশে অবস্থান করে।

ফিনল্যান্ড (হেলসিঙ্কি ও উত্তরাঞ্চল)

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মুসল্লিরা ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখবেন। তবে দেশটির উত্তরের শহরগুলোর বাসিন্দাদের আরও দীর্ঘ সময় উপবাস থাকতে হয়।

ডেনমার্ক ও আইসল্যান্ড

ডেনমার্ক ও আইসল্যান্ডেও দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয়, যেখানে মুসলমানরা প্রায় ১৯-২০ ঘণ্টা রোজা রাখেন।

কেন এসব দেশে এত দীর্ঘ রোজা?

পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন ও সূর্যের অবস্থানের কারণে বিভিন্ন স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য ভিন্ন হয়ে থাকে। বিশ্বের বেশিরভাগ অঞ্চলে (যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব) দিন-রাতের পার্থক্য তুলনামূলকভাবে কম।

কিন্তু মেরু অঞ্চলের কাছাকাছি দেশগুলোতে গ্রীষ্মকালে দিন দীর্ঘ হয় এবং রাত খুব সংক্ষিপ্ত হয়ে আসে। ফলে মুসলমানদের দীর্ঘ সময় উপবাস রাখতে হয়।

যেসব দেশে সূর্য অস্ত যায় না, তারা কীভাবে রোজা রাখেন?

উত্তর মেরুর কাছাকাছি কিছু অঞ্চলে গ্রীষ্মকালে সূর্য পুরোপুরি অস্ত যায় না। যেমন, নরওয়ের কিছু শহর, আইসল্যান্ড, সুইডেনের কিরুনা—এখানে সূর্য প্রায় সারা দিন দিগন্তে অবস্থান করে।

এমন পরিস্থিতিতে ইসলামিক স্কলাররা পরামর্শ দেন, মক্কা বা কাছাকাছি কোনো শহরের সূর্যোদয়-সূর্যাস্তের সময় অনুসরণ করে রোজা রাখা যেতে পারে। আবার কেউ কেউ নিকটবর্তী কোনো দেশের সময় অনুসরণ করেও রোজা রাখেন।

সবচেয়ে কম সময়ের রোজা কোথায়?

বিশ্বের কিছু দেশে রোজার সময় তুলনামূলকভাবে কম হয়। যেমন— আর্জেন্টিনার উশুয়াইয়া শহরে মুসলমানরা সবচেয়ে কম সময়, মাত্র ১২ ঘণ্টার কাছাকাছি রোজা পালন করেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রায় ১১-১২ ঘণ্টা রোজার সময় হয়। অস্ট্রেলিয়ার মুসলমানরাও তুলনামূলকভাবে স্বল্প সময়ের রোজা রাখেন।

দীর্ঘ রোজার চ্যালেঞ্জ ও মুসলমানদের ধৈর্য

যারা দীর্ঘ সময় রোজা রাখেন, তাদের জন্য এটি বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ইউরোপের কিছু দেশে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয়ে থাকে, ফলে পানিশূন্যতা এবং ক্লান্তি দেখা দিতে পারে।

তবে মুসলমানরা ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে এই দীর্ঘ সময়ের রোজা পালন করেন। ইবাদত, দোয়া ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধির এই সময়টি উপভোগ করেন তারা। দীর্ঘতম রোজার দেশগুলোর মুসলমানদের জন্য রমজান সত্যিকার অর্থেই আত্মসংযমের এক কঠিন পরীক্ষা।

বিশ্বজুড়ে রোজার সময়ের এই বৈচিত্র্য ইসলাম ধর্মের বৈশ্বিকতা ও সৌন্দর্যকে তুলে ধরে। সূর্যের অবস্থানের কারণে কেউ কম সময়, আবার কেউ বেশি সময় রোজা রাখেন, তবে সবার উদ্দেশ্য এক—আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রতিটি রমজানই মুসলমানদের জন্য ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির এক অপূর্ব সুযোগ এনে দেয়।

সূত্র : গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ছুরিকাঘাতে ভবঘুরে খুন, ছিনতাইকারীকে পিটুনি 

নাইটগার্ডকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে : প্রধান উপদেষ্টা

ভেজাল কীটনাশকে পেঁয়াজের সর্বনাশ, কৃষকের মাথায় হাত

ভিন্নমতাবলম্বীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল সৌদি

পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল

অস্কার জিতল ইরানি নির্মাতাদের তৈরি ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জবির ডি ইউনিটের ফল আগামী সপ্তাহে

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

১০

ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ

১১

পুলিশের জন্য কি না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের

১২

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৩

ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে নির্মিত তথ্যচিত্র পেল অস্কার

১৪

লোপাট হয়েছে শিক্ষকদের পেনশনের ৭-৮ হাজার কোটি টাকা : শিক্ষা উপদেষ্টা

১৫

ন্যায্য বেতন-ভাতাসহ নানা দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১৬

স্যুটকেসে মিলল কংগ্রেস নেত্রীর মরদেহ, প্রেমিক গ্রেপ্তার

১৭

নির্বাচন যত দেরি হবে, দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে : আমির খসরু

১৮

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত

১৯

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু : ফায়ার সার্ভিস

২০
X