২০২৫ সালে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশিত হয়েছে। এতে ছোট নগর-রাষ্ট্র সিঙ্গাপুর ফের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষে উঠেছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, চলতি বছর সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৫টি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন। যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।
শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। এই পাসপোর্ট কেউ বহন করলে তিনি বিশ্বের ১৯৩টি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। ১৯১টি দেশে প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এসব দেশের পাসপোর্টধারী ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
এভাবে ষষ্ঠ অবস্থানে থাকা গ্রিস ও অস্ট্রেলিয়া ১৮৯টি দেশে, সপ্তম অবস্থানে থাকা কানাডা, পোল্যান্ড ও মাল্টা ১৮৮টি দেশে, অষ্টম অবস্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ১৮৭টি দেশে, নবম অবস্থানে থাকা এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র ১৮৬টি দেশে এবং দশম অবস্থানে থাকা লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাওয়া যাবে।
তালিকায় বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তলানির দিকে। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় ১০০তম অবস্থান বাংলাদেশের। এই অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় অবশ্য ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ।
তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাতটি দেশের। দেশগুলো হলো নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান।
তালিকার সবশেষ ১০৬ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব হবে।
প্রসঙ্গত, হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়।
শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ ১. সিঙ্গাপুর ২. জাপান ৩. ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন ৪. অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেন ৫. বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য ৬. অস্ট্রেলিয়া, গ্রিস ৭. কানাডা, মাল্টা, পোল্যান্ড ৮. চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরী ৯. যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া ১০. লাটভিয়া, লিথুনিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্লোভেনিয়া
দুর্বল পাসপোর্টের ১০ দেশ ১. আফগানিস্তান ২. সিরিয়া ৩. ইরাক ৪. ইয়েমেন ৫. পাকিস্তান ৬. সোমালিয়া ৭. নেপাল ৮. ফিলিস্তিন, লিবিয়া, বাংলাদেশ ৯. উত্তর কোরিয়া ১০. ইরিত্রিয়া
সূত্র : হ্যানলি গ্লোবাল
মন্তব্য করুন