মাঝ আকাশে মেঘের ওপর দাঁড়িয়ে রয়েছেন দুজন ‘মানুষ’! নড়াচড়াও করছেন। বিমান থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে এমনই একটি দৃশ্য।
পুরো বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা সৃষ্টি হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, মেঘের ওপর মানুষের মতো দেখতে দুটি অবয়ব হেঁটে বেড়াচ্ছে। অবয়বগুলোর নিচে তাদের ‘ছায়া’ও দেখা যাচ্ছিল।
নেটিজেনদের একাংশ দাবি করেছেন এরা ভিনগ্রহী হতে পারে। আরেক অংশ দাবি করেছেন মেঘগুলো এমনভাবে রয়েছে, তাতে দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। আসলে ওখানে কোনো মানুষ নেই। আবার অনেকের অনুমান করছেন, শিল্পাঞ্চলের গ্যাস থেকে মেঘে ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, অনেক কন্সপাইরেসি থিওরির প্রসঙ্গ টেনে এটিকে এলিয়েনের অস্তিত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করতে চাইছেন। অন্যরা ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বা আরও যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।
এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন, কেউ ভিডিওটি ধারনের সময় সর্বদা ক্যামেরার লেন্সকে দোলাচ্ছিলেন। তিনি বস্তুর ওপর বেশিক্ষণ স্থির থাকছিলেন না। অথচ বাস্তব উদাহরণ তৈরি করার জন্য এটা তার ভালো সুযোগ ছিল। সুতরাং, আমার কাছে মানুষ বা এলিয়েনের দাবিটি ভুয়া মনে হয়েছে।
A passenger on a commercial airline captures what appears to be multiple beings standing on cloud cover, what is going on?#theparanormalchic #alien #airline #paranormal #ufo #fyp pic.twitter.com/CARF6XFGxD — Myra Moore- The Paranormal Chic (@t_paranorm_chic) December 30, 2024
মন্তব্য করুন