ওশেনিয়া মহাদেশের দেশ ফিজিতে আট বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিয়োগকারী প্রতিষ্ঠান বলছে, তারা স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন। কিন্তু এ দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ওই শ্রমিকদের হদিস না পাওয়ায় অস্বস্তিতে পড়েছে ফিজি সরকার।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফিজি সানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের এ ধরনের কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিজির কর্মসংস্থান মন্ত্রী অগ্নি দেও সিং। তিনি বলেছেন, বাংলাদেশি কর্মীরা যদি আত্মগোপনে থাকেন, পলাতক থাকেন তবে তাদের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হবে। নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগও তদন্ত করা সম্ভব হবে না।
মন্ত্রী বিদেশি কর্মীদের তাদের কাজের চুক্তির প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। অন্যথায় শাস্তি হুঁশিয়ারি দেন।
জানা গেছে, লাউটোকাতে সিআর ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডের চুক্তিবদ্ধ আট বাংলাদেশি শ্রমিক পালিয়ে গেছেন। কোম্পানিটি জানিয়েছে, পাঁচজন শ্রমিক তাদের কর্মসংস্থানে যোগদানের মাত্র তিন মাসের মাথায় উধাও হন। বিনা নোটিশে তাদের জন্য নির্ধারিত বাসস্থান ছেড়ে চলে গেছেন শ্রমিকরা। এরপর আর যোগাযোগ করেননি।
চার মাস পরে বাকি শ্রমিকরাও হঠাৎ উধাও হয়ে যান। কোম্পানি সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাদের কূলকিনারা করতে পারেনি।
মন্ত্রী সিং শ্রমিকদের কর্মকাণ্ডের নিন্দা করে বলেন, এই ধরনের আচরণ সহ্য করা হবে না। যদি শ্রমিকদের তাদের নিয়োগকর্তাদের সাথে কোনো সমস্যা থাকে, তাহলে তাদের অবশ্যই সরাসরি বসে সমাধান করতে হবে। পালিয়ে যাওয়া এবং নিখোঁজ হওয়া পরিস্থিতিকে আরও খারাপ করবে।
হুঁশিয়ার করে তিনি বলেন, অবশেষে আপনাকে (পলাতক শ্রমিক) খুঁজে পাওয়া যাবে। যদি আপনার চুক্তি বাতিল করা হয় অভিবাসন বিভাগ আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।
প্রতিষ্ঠানটি বলছে, তাদের কর্মীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পলাতক অনেকের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। এটি বোঝার পর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়। তবুও শ্রমিকরা পালিয়ে যান।
প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি বলেন, আমরা দেখেছি যে কিছু শ্রমিকের প্রয়োজনীয় দক্ষতা ছিল না। তারা ভাষা বুঝত না। দক্ষতা বৃদ্ধিতে আমরা তিন মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও কিছু কর্মী আমাদের না জানিয়ে চলে গেছে। তবে তাদের খোঁজা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে জনসাধারণের সাহায্য চাওয়া হয়েছে।
এদিকে মন্ত্রী সিং আরও বলেন, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ থাকলেও শ্রমিকদের তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। বরং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাহায্য নেওয়া উচিত। আপনি যদি আপনার নিয়োগকর্তার সাথে অস্বস্তি বোধ করেন তবে আমাদের কাছে আসুন। আপনার যে কোনো সমস্যা সমাধানে আমরা আপনাকে সহায়তা করব।
মন্তব্য করুন