পাহাড় ট্র্যাকিংয়ে গিয়েছিলেন এক নারী। হঠাৎ মোবাইল ফোন হাত ফসকে নিচে পড়ে যায়। পরে ফোনটি তুলতে গিয়ে দুই পাথরের ফাঁকে আটকে পড়েন তিনি।
এভাবে কেটে যায় দীর্ঘ ৭ ঘণ্টা। এরপর জরুরি পরিষেবার কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। জানা যায়, নিউ সাউথ ওয়েলস রাজ্যে ওই নারী ট্রেকিং এ গেলে এ দুর্ঘটনার শিকার হন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়েছিল। তিনি সেটি তুলতে গিয়ে পড়ে যান। পাথরের ফাঁকে পা আটকে উল্টো হয়ে পড়ে থাকেন তিনি। বন্ধুরা তাকে বের করতে এক ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হলে জরুরি পরিষেবার সহায়তা চান।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স পরিষেবা স্থানীয় সময় সোমবার সোশ্যাল মিডিয়ায় ওই নারীর উল্টো হয়ে থাকার কিছু ছবি পোস্ট করে। ছবিতে দুই পাথরের মাঝে ওই নারীর দুই পা আটকে থাকতে দেখা যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে বের করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
মন্তব্য করুন