প্রথমবারের মতো ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ব্যবহার করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের একটি আকর্ষণীয় ও সেরা ছবি তুলতে সক্ষম হয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। নতুন এই টেলিস্কোপের মাধ্যমে একটি ব্ল্যাকহোলের চারপাশে আলোর বলয়ের ছবিগুলো আশ্চর্য হওয়ার মতো, যা ৫০ শতাংশ তীক্ষ্ণ।
এই ছবির মাধ্যমে ব্ল্যাকহোলের নতুন আরও অনেক কিছু মানুষজন দেখতে ও জানতে পারবে, যা আগে কখনো দেখেনি বা জানেনি।
পৃথিবী থেকে ৫০ লাখ কোটি আলোকবর্ষ দূরে, ভারগো গ্যালাক্সির কাছে, মেসিয়ার এইট সেভেন গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে এই বিশাল ব্ল্যাকহোল। যার ব্যাস প্রায় ৪,০০০ কোটি কিলোমিটার এবং ভর সূর্যের থেকেও ৬৫০ গুণ বেশি। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ব্রহ্মাণ্ডের সব থেকে ভারী ব্ল্যাকহোলগুলোর মধ্যে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত ব্ল্যাকহোলটি ধরতে সক্ষম হয়েছে। প্রশ্ন হলো- এত দূরে থাকার পরও কীভাবে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ এই ছবি ধারণ করল? উত্তর হলো- টেলিস্কোপ একটি দীর্ঘ বেসলাইন ইন্টারফেরোমেট্রির সঙ্গে কাজ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী টেলিস্কোপের একটি নেটওয়ার্ক ডাইভিং জড়িত যেগুলো মহাকাশে একই বস্তু পর্যবেক্ষণ করতে একসঙ্গে কাজ করে। এরপর টেলিস্কোপের নেটওয়ার্ক ডাটা একত্রিত করে এবং দুটি নীতির অধীনে কাজ চালিয়ে যায়।
প্রথম নীতি হলো- নেটওয়ার্কের সবচেয়ে দূরবর্তী দুটি টেলিস্কোপের মধ্যে দূরত্ব যত বেশি হয়, ছবিগুলোর রেজুলিউশন তত ভালো হয়। কারণ এটি ‘Event Horizon Telescope’ বা ‘EHT’-এর মাধ্যমে কাজ করে। এর দক্ষিণ টেলিস্কোপটি দক্ষিণ মেরুতে রয়েছে এবং উত্তর টেলিস্কোপটি গ্রিনল্যান্ড টেলিস্কোপে রয়েছে। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ছোট তরঙ্গদৈর্ঘ্যে কাজ করতে সক্ষম হওয়ার কারণে এই ঐতিহাসিক ছবি তুলতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন