কানাডায় সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানায়, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আলজাজিরার এক প্রদিবেদনে জানানো হয়েছে, নির্বাচনের পরই কানাডায় নতুন প্রধানমন্ত্রী বলে মার্ক কার্নির নাম প্রচার চলছে। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে বর্তমানেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। তবে মার্ক এখনও আনুষ্ঠানিকভাবে পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। সাধারণ নির্বাচনের পর কবে এবং কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তা দেশটির সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে।
কানাডায় প্রধানমন্ত্রী সরাসরি ভোটারদের দ্বারা নির্বাচিত হন না; বরং পার্লামেন্ট তাকে নির্বাচন করে। ঐতিহাসিকভাবে, যে দল হাউস অফ কমন্সে এককভাবে বা অন্য দলের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তারাই সরকার গঠন করে। আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘটবে বলে আশা করা হচ্ছে।
সরকার গঠনকারী দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হবেন। এরপর তাকে একটি মন্ত্রিসভা গঠন করতে হবে। এ হিসেবে ক্ষমতাসীন মার্ক কার্নি ফের কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন।
নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, কার্নির লিবারেল পার্টি নির্বাচনে জয়ী হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। তবে এখনো স্পষ্ট নয় যে- তিনি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন কি না। যদি তা না পারেন তবে তাকে ছোট কোনো দলের সঙ্গে দফারফা করতে হবে।
মন্তব্য করুন