কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:০২ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

কানাডা কাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল?

কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। ছবি: সংগৃহীত
কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

কার্নি এমন সময়ে দায়িত্ব নিচ্ছেন যখন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা কানাডার অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। কার্নি এই পরিস্থিতিকে 'জাতির ভবিষ্যৎ নির্ধারণকারী মুহূর্ত' হিসেবে বর্ণনা করেছেন।

কার্নির জন্ম ১৯৬৫ সালে কানাডার উত্তর-পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে এবং তিনি আলবার্টায় বেড়ে ওঠেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংক অব কানাডা (২০০৮-২০১৩) এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর (২০১৩-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে আর্থিক সংকট মোকাবিলায় দক্ষ নেতা হিসেবে পরিচিত করেছে।

রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও কার্নির অর্থনৈতিক দক্ষতা এবং সংকট মোকাবিলার অভিজ্ঞতা তাকে এই চ্যালেঞ্জিং সময়ে কানাডার নেতৃত্ব দিতে সক্ষম করবে বলে আশা করা হচ্ছে। তিনি শিগগিরই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবেন।

তথ্য: বিবিসি, এপি, দ্য গার্ডিয়ান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটি ব্যাংকে নিয়োগ, কোনো বয়সসীমা নেই 

নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ, বেতন ১ লাখ ২০ বাজার

ট্রফি জয়ের পর শামির মায়ের পা ছুঁয়ে কোহলির শ্রদ্ধার নিদর্শন

৭ ঘণ্টা পর বনানী সড়কে যান চলাচল শুরু

ট্রফি মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি না থাকায় শোয়েব আখতারের ক্ষোভ

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান

শিগগিরই ‘জাতীয় সনদ’ তৈরি করতে চাই ঐকমত্য কমিশন

শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিট অনুমোদন

রমজানে খেলায় ব্যস্ত শামি, পরে রাখবেন কাজা রোজা

৩৪টি রাজনৈতিক দলের কাছে ঐকমত্য কমিশনের চিঠি

১০

প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে : রিজভী

১১

জামায়াত নেতাদের মাইক্রোবাসে ডাকাতি

১২

পুরস্কার বিতরণী থেকে বাদ পিসিবি, আইসিসির সিদ্ধান্তে বিতর্ক

১৩

গরম নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

১৪

যশোরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী নিহত

১৫

রাজধানীতে তীব্র যানজটে চরম ভোগান্তি

১৬

হাইকোর্টের ৯ নির্দেশনা মেনে করতে হবে অনলাইন ব্যবসা

১৭

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় এডমিনকে গুলি করে হত্যা

১৮

যুদ্ধবিধ্বস্ত হাজারো গাজাবাসীকে প্রতিদিন ইফতার করাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল

১৯

মাগুরায় শিশু ধর্ষণ / গভীর রাতে আদালতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

২০
X