ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এ পর্যন্ত তিনজন রাষ্ট্রপ্রধানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন ইব্রাহিম রাইসি।
আধুনিক ইরানের জনপ্রিয় এ নেতা দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু গেল সপ্তাহে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। রাইসির আকস্মিক মৃত্যুতে নানা জল্পনা-কল্পনা চলছে। বেরিয়ে আসছে ষড়যন্ত্রের কাহিনিও।
২০২৫ সালে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার প্রায় এক বছর আগেই মারা গেলেন রাইসি। যুক্তরাষ্ট্রের তৈরি বেল ২১২ হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হলে এ ঘটনায় ওয়াশিংটন ও ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
কিন্তু দেশ দুটি জোরালোভাবে এমন অভিযোগ অস্বীকার করেছে। তবে রাইসির মৃত্যু নিয়ে এবার চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে।
এক জ্যোতিষীর একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তুর্কি জ্যোতিষী ইলায়দা আসকিনের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের ভাইরাল হওয়া স্ক্রিনশটে দাবি করা হয়েছে, তিনি না কি আগে থেকেই রাইসির মৃত্যুর খবর জানতেন। ওই পোস্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর আলোচনার ঝড় বইছে।
জ্যোতিষ জগতে আসকিন অপরিচিত নাম নন। প্রায়ই তিনি নানা ভবিষ্যৎবাণী করে আলোচনার জন্ম দিয়েছেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগেও বিমান দুর্ঘটনা ও রাজনৈতিক ফলাফল নিয়ে নিখুঁতভাবে ভবিষ্যৎ বাণী করেছিলেন আসকিন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এদিকে ১৯ মে নিয়ে আসকিনের ভাইরাল হওয়া টুইটটি তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। সেখানে দেখা যায়, ১২ এপ্রিলের পর ১৫ এপ্রিল পোস্ট করেছেন আসকিন। অর্থাৎ ১৩ এপ্রিল কোনো পোস্টই করেননি এই জ্যোতিষী। অথচ ওই তারিখ ব্যবহার করেই ‘ইরানে কিছু একটা হতে চলেছে’ সংক্রান্ত টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
তুর্কি জ্যোতিষী আসকিন সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভবিষ্যৎ বাণী করে আলোচনার জন্ম দিয়েছেন। ২০২৩ সালে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়েও ভবিষ্যৎ বাণী করেছিলেন তিনি। এবার আসকিনের নাম ব্যবহার করে রাইসির মৃত্যুরসংক্রান্ত এমন টুইটের ছবি ভাইরাল হয়েছে।
মন্তব্য করুন