মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১২:০৪ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আলজাজিরা বন্ধে কতটা সফল ইসরায়েল?

ইসরায়েলের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধে অভিযান চালিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। দেশটির মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি আইন পাসের পরপরই অভিযান হয়। এ পদক্ষেপের পর সংবাদমাধ্যমটি বন্ধে কতটা সফলতা এসেছে তা জানিয়েছে বিবিসি ও দ্য টাইমস অব ইসরায়েল।

বিবিসি জানায়, রোববার জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলে অবস্থিত আলজাজিরার অস্থায়ী অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানে আল-জাজিরার সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর থেকে ইসরায়েলের স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়াইইএস ও এইচওটি আলজাজিরার সম্প্রচার বন্ধ করে দেয়। তারা চ্যানেলটির নির্দিষ্ট পাতায় একটি বার্তা সাঁটিয়ে রেখেছে। সেখানে লেখা, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলে আলজাজিরা স্টেশনের সম্প্রচার বন্ধ করা হয়েছে।’

তবে এটি এক তরফাভাবে করা হয়েছে। ইসরায়েল থেকে ফেসবুকে আল জাজিরার সম্প্রচার দেখা যাচ্ছে।

অপরদিকে রোববার সন্ধ্যা থেকে ইসরায়েলে আল জাজিরার ইংরেজি ও আরবি ভাষার ওয়েবসাইট ব্লক দেখাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আবার সেটি ভিজিট করতে পারছেন কেউ কেউ। তবে তা খুবই নগণ্য। এটিও খুব দ্রুত বন্ধের চেষ্টা চলছে।

রোববার চ্যানেলটিকে হামাসের মুখপত্র আখ্যা দিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর আগে একই দিন কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যমটি বন্ধে সর্বসম্মতিক্রমে ভোট দেয় বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা।

পরে সংবাদমাধ্যমটির ব্যুরো অফিসে অভিযান হয়। এ সময় বিবিসির সাংবাদিককে ভিডিও করতে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। পরে অবশ্য অভিযানের ভিডিও প্রকাশ করে পুলিশ।

ইসরাইলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কার্হি বলেন, আমাদের পুলিশ আলজাজিরার অফিসে গেছে। সেখান থেকে যন্ত্রপাতি জব্দ করেছে। অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যমটির কার্যক্রম সাময়িকভাবে ইসরায়েলে বন্ধে মন্ত্রিসভায় ভোট হয়। ভোটের প্রস্তাবে বলা হয়, বিদেশি সম্প্রচারমাধ্যম ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকির সৃষ্টি করেছে।

এদিকে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। সংবাদমাধ্যমটি এ কার্যক্রমকে ‘অপরাধমূলক কাজ’ হিসেবে উল্লেখ করে। সে সঙ্গে ইসরায়েল দেশটিতে মুক্ত গণমাধ্যমের দমনের চেষ্টা করে আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন করছে বলেও মন্তব্য করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

খালেদা জিয়ার বিদেশ যাত্রার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক 

২৫তম বিসিএস হেলথ ক্যাডার ফোরামের যাত্রা শুরু

জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচনের দাবি নুরের

‘এখানে আমাদের বাপ-দাদাদের জমি আছে, যেকোনো মূল্যে কোটা ফেরত চাই’

শিবির থাকায় অনুষ্ঠান বর্জন ছাত্রদলের

শিবিরকে ফাঁসাতে ছাত্রদল কর্মীর কাণ্ড

৪০ হাজার মানুষের ভরসা নৌকা ও বাঁশের সাঁকো

বন্যার কবলে ভিটেমাটি হারিয়ে পাঁচ মাস ধরে তাঁবুর নিচে তারা

ভয়ংকর সব যুদ্ধজাহাজ সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক

১০

সাতক্ষীরায় মহিষের আক্রমণে আহত ৬

১১

কাজ না পাওয়ার আশঙ্কায় বিএমডিএর পিডিকে লাঞ্ছিত, আসবাবপত্র ভাঙচুর

১২

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

১৩

সড়কের ইট তুলে নিলেন আ.লীগ নেতা, এলাকায় উত্তেজনা

১৪

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবি বৈষম্যবিরোধীদের

১৫

সাইকেল চালিয়ে বাংলাদেশে এলেন পর্তুগিজ তরুণী

১৬

আসামি ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার, আটক ২

১৭

বগুড়ায় প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ গ্রামবাসীর

১৮

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে মাহি বি চৌধুরীর স্ট্যাটাস

১৯

বিএসএফের কাছ থেকে প্রায় ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি

২০
X