কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাফাকে ‘মৃত্যুপুরী’ বানাতে চায় ইসরায়েলি সেনারা, নির্দেশের অপেক্ষা

গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনা। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল
গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনা। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা দখলের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদন পেলেই অভিযান শুরু করা হবে।

বুধবার (২৪ এপ্রিল) ইসরায়েলের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

নাম প্রকাশে ওই কর্মকর্তা জানান, হামাসের শেষ ঘাঁটি রাফা। সেখান থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে হামাসের ঘাঁটি আক্রমণ করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ইসরায়েল একটি স্থল অভিযানের পথে এগিয়ে যাচ্ছে। তবে কখন এ হামলা শুরু হবে সে ব্যাপারে কোনো সময়সীমা উল্লেখ করেননি ইসরায়েলের কর্মকর্তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার বলেছে,তারা গাজা উপত্যকায় অভিযানের জন্য দুটি রিজার্ভ ব্রিগেড মোতায়েন করার জন্য প্রস্তুত। কারণ, সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে তাদের উৎখাতে লড়াই চলবে বলে জানানো হয়।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে ১ হাজার ২০০ এর বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা ধরে নিয়ে যায় কয়েকশ ইসরায়েলিকে।

এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেলআবিব কোনো মানবিক নিয়ম মানছে না।

নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজারের অধিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাসহ আশপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা বলছে, সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এ পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে অনুরোধ করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দক্ষিণ গাজার শহর রাফায় হামলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি সতর্ক করে বলেন, রাফায় যেকোনো সামরিক আক্রমণ চলমান খারাপ অবস্থাকে আরও শোচনীয় করবে। এর আগেও ইসরায়েলের সামরিক অভিযানের জন্য রাফা থেকে জোরপূর্বক গাজাবাসীকে স্থনান্তর যুদ্ধাপরাধের শামিল হবে বলে মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

এ ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালালে ইসরায়েল বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ২২ মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেন তিনি। কিন্তু এসব সতর্কবার্তার পরও ইসরায়েল তার অবস্থানে অনড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ দেশকে নরকপুরীতে পরিণত করেছিল : টুকু

বছরে দুবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি ও একটি মেডিকেল মিরাকল

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য

যুবদলে কোনো হাইব্রিডের জায়গা হবে না : শরীফ উদ্দিন

ইনিংস ব্যবধানে জিতল ঢাকা

মধুচন্দ্রিমার জন্য অদ্ভুত যত হোটেল

কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়

‘ছাত্রদলের শহীদদের অবদান বিন্দুমাত্র স্বীকার করছে না অন্তর্বর্তী সরকার’

নিজের রেকর্ড ভাঙলেন মাবিয়া

১০

বৈশ্বিক জোটের মর্যাদাপূর্ণ সদস্য হলো বাংলাদেশ

১১

শিল্পকলায় কবিতা আবৃত্তি, পাঠের আসর

১২

বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

১৩

শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান আবদুস সালামের

১৪

রোনালদোর বিরুদ্ধে বিল পরিশোধ না করার অভিযোগ

১৫

‘তাদের টার্গেট ছিল একটা করে স্টাম্প ফেলে দেওয়া’

১৬

১১নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

১৭

এমজি ও প্রোটন গাড়ির সব সেবা এখন র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে

১৮

খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

১৯

ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

২০
X