কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলে ইরানের হামলা

দেশে দেশে বিমানের শিডিউল বিপর্যয়

ফ্লাইট রাডারের তথ্যমতে আকাশে বিমানের জট। ছবি : সংগৃহীত
ফ্লাইট রাডারের তথ্যমতে আকাশে বিমানের জট। ছবি : সংগৃহীত

ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যের দেশে দেশে বিমানের শিডিউল বিপর্যয় ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসরায়েলে হামলার কারণে এশিয়া ও ইউরোপের মধ্যকার বিমান চলাচলের পথ সংকীর্ণ হয়ে গেছে। এর ফলে বৈশ্বিক বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে।

শনিবার গভীর রাতে ইসরায়েলে ৩০০ এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ছোড়া এসব ড্রোন ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ইসরায়েল ও মার্কিন সমর্থিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। দুই দেশের মধ্যকার হামলার ফলে বিমান শিল্পে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে।

বিমান পরিচালনা সংস্থা কান্তাস, জার্মানির লুফথানসা, ইউনাইটেড এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গত দুই দিনে ডজনখানেক বিমানের ফ্লাইট বাতিল অথবা ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এয়ারস্পেস ও এয়ারপোর্ট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান অপসগ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর এটি ছিল বিমান ভ্রমণে সবচেয়ে বড় একক বাধা।

জি রয়টার্সকে বলেন, এরপর আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি, হঠাৎ করে কয়েক দেশের আকাশসীমা দ্রুত ধারাবাহিকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশে দেশে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তিনি জানান, এমন পরিস্থিতি আরও কয়েক দিন চলমান থাকতে পারে।

তিনি বলেন, এশিয়া ও ইউরোপের মধ্যে চলাচলকারী বিমানগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়। তবে দেশটির আকাশসীমা বন্ধের ফলে এগুলোকে তুরস্ক এবং মিসর অথবা সৌদি আরবের দিয়ে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এবং রোববার সকালে এটি পুনরায় চালু করা হয়। একইভাবে আকাশসীমা বন্ধের পর জর্ডান, ইরাক এবং লেবাননও তাদের আকাশসীমা চালু করেছে।

এমিরেটস এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ এয়ারওয়েজসহ মধ্যপ্রাচ্যের প্রধান এয়ারলাইন্সগুলো রোববার বলেছে, তারা বেশকিছু ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দিয়েছে। তবে আবারও ফ্লাইট চালু করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

ইরানের সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানসহ কয়েকটি শহরের বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করেছে ইরান। সোমবার পর্যন্ত এসব শহরের বিমানবন্দর থেকে যাত্রীবাহী কোনো বিমান আকাশে উঠবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরান ও ইসরায়েল সংঘাতের শঙ্কায় সতর্কতা অবলম্বন করছে এ অঞ্চলের অন্যান্য দেশও। ইরাক তার আকাশসীমায় সবধরনের বিমান চলাচল স্থগিত করার কয়েক ঘণ্টা পর আবার আকাশসীমা খুলে দিয়েছে। তবে যে কোনো সময় আবারও আকাশসীমা বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইরাক ও ইসরায়েলের প্রতিবেশী জর্ডান এবং লেবাননও নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইসরায়েলের আকাশসীমা।

উল্লেখ্য, শনিবার ইরানের হামলার পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে জানিয়ে আইডিএফের মুখপাত্র বলেন, এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ ছাড়া হামলায় একজন আহত হয়েছেন।

ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পর একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করেন ড্যানিয়েল হাগারি। তবে কোন ঘাঁটিতে কী ধরনের ক্ষতি হয়েছে তা জানাননি তিনি। এ ছাড়া হামলায় কে আহত হয়েছেন, তাও তিনি জানাননি।

এদিকে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেন, যদি কোনো দেশ তাদের আকাশসীমা ইসরায়েলের জন্য উন্মুক্ত করে দেয় তাহলে আমরা তাদের চূড়ান্ত মোকাবিলা করব।

মূলত, চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেধে যেতে পারে বলে সতর্ক করছেন তারা।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে হুমকিসহ পরিবারকে লাঞ্ছিত

লন্ডনে টিউলিপের বোনও পেয়েছেন ফ্ল্যাট, দিয়েছিলেন হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী

মাদারীপুরে সেরা পুত্রবধূর সম্মাননা পেলেন ১২ নারী

লিভ টু আপিল খারিজ / তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

বিটিসিএলে বড় নিয়োগ, আবেদনের সময়সীমা ১৯ জানুয়ারি

ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি

মৃদু শৈত্যপ্রবাহের কবলে তেঁতুলিয়া, তাপমাত্রা ৯ ডিগ্রি

বায়ুদূষণে ঢাকা বিশ্ব চ্যাম্পিয়ন

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আগুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

১১

সাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

১২

টিভিতে আজকের খেলা

১৩

আরও বড় পরিকল্পনা ছিল শামসুদ্দিন জব্বারের

১৪

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

১৫

০৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

১৬

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

জামায়াত দেশকে নিয়ে স্বপ্ন দেখে: জুবায়ের

১৯

সিলেটে ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ৩৮ প্রাণহানি

২০
X