সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে ২৫ লাখের বেশি মানুষ ২৯তম রমজানের রাতে ইশার নামাজ এবং তারাবিহর নামাজ আদায় করেছেন।
সোমবার (৮ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
সৌদি প্রেস এজেন্সি জানায়, পবিত্র রমজানের ২৯তম রাতে ইশা এবং তারাবিহ নামাজের জন্য গ্র্যান্ড মসজিদে ২৫ লাখের বেশি মানুষ প্রার্থনার জন্য এবং কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করতে অংশ নিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এদিন সকাল থেকেই গ্র্যান্ড মসজিদ কাঁনায় কাঁনায় পূর্ণ হয়ে যায়। সারা দিন ধরে ওমরাহ পালনকারীরা ক্রমাগত মক্কায় আসছেন বলেও জানানো হয়।
এ সময় মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং মসজিদে নববীর প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্সের প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস সমস্ত মুসলমানদের জন্য দোয়া করেন। এবং সারা বিশ্বের মুসলিমদের মুক্তি কামনা করেন।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি। কর্তৃপক্ষ এখানে আসা যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছে, পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণের তত্ত্বাবধান করেছে এবং ওমরাহ পালনকারী এবং প্রার্থনাকারীদের নির্দিষ্ট জায়গায় প্রার্থনা করার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, এ সময় মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি অন্যান্য প্রাসঙ্গিক সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করে। এ ছাড়াও দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
মন্তব্য করুন