ফিলিস্তিনে চলমান অভিযানে একের পর এক অমানবিক আচরণ করছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আগ্রাসী আচরণের কারণে ফিলিস্তিনে মানবিক সংকট বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন করে আরও একটি অভিযোগ উঠেছে সেনাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এবার তাদের সেনারা গাজায় একটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়েছে। এ সময় সেখান থেকে সেনাদের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।
ভিডিওতে দেখা গেছে, সেনারা পশ্চিম তীরের একটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়েছে। এ সময় তারা সেখানে জমা রাখা অর্থ বাজেয়াপ্ত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলির অন্যান্য এজেন্সিদের সাথে তারাও এ ঘটনার তদন্ত করছে। গোয়েন্দা সংস্থা শিন বেতও এ অভিযোহের বিষয়ে তদন্ত করছে।
এর আগে ভুল করে নিজে নিজেদের সেনাদের হত্যা করে ইসরায়েল। গত ১৫ ডিসেম্বর ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজার শুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে তিনজন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে শনাক্ত করে। এরপর তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার পর্যালোচনা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা গাজায় অবস্থান করা সব সেনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহু বাহিনী।
এরও আগে ১২ ডিসেম্বর ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সেনাদের একটি দলে নিজেদের ওপর ভুল করে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছে। ইসরায়েলেরর ওই দলটিতে অন্তত ১০৫ সেনা ছিল।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৩ জন নিজেদের করা হামলায় নিহত হয়েছে। তাদের ওপর বিমান হামলা, ট্যাংক ও গুলি ছোড়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ দলের বেশ কয়েকজন নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারিয়েছেন। হামাসের সেনাদের জন্য পেতে রাখা ফাঁদ বিস্ফোরণে তাদের প্রাণ গেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাদের এ ইউনিটের বেশ কয়েকজন নিজেদের চিনতে না পেরে ভুলভাবে গুলি চালিয়েছে। হামাস মনে করে চালানো গুলিতে এসব সেনাদের প্রাণ গেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এ যুদ্ধে ফিলিস্তিনের ২১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের ১২০০ লোক নিহত হয়েছে।
মন্তব্য করুন