ফিলিস্তিনের গাজা উপত্যকায় আমাদের সঙ্গে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা জানা গেছে। এ পর্যন্ত যুদ্ধে ৬৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টাইমস অফ ইসরাইল জানায়, সর্বশেষ নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ক্যাপ্টেন আরনন আব্রাহাম (২৬) এবং স্টাফ সার্জেন্ট ইলিয়া সেনকিন। গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সঙ্গে যুদ্ধে তারা নিহত হন। একই দিন স্থল অভিযানে দুই পাঁচ সেনা গুরুতর আহত হয় বলেও জানায় আইডিএফ।
৪৪তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। হামাসকে নির্মূল করার নামে তারা গাজায় স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা ১৩ হাজার অতিক্রম করেছে। এ ছাড়া আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের মধ্যে ৫৫০০ শিশু ও ৩৫০০ নারী রয়েছেন।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ চলাকালে তাদের ১২০০ লোক নিহত হয়েছে। যদিও শুরুতে তারা নিহতের সংখ্যা ১৪০০ জানালেও পরে তা কমিয়ে ১২০০ জানায়। এ ছাড়া এ যুদ্ধে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন।
মন্তব্য করুন