কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যে আরবদের অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে পশ্চিমারা

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি এক নারী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও মুখে কুলুপ এঁটে রেখেছে পশ্চিমারা। শুধু তাই নয়, যেসব আরব মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা গাজায় ইসরায়েলের নৃশংসতার সমালোচনা করছে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই তাদের অর্থ সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে পশ্চিমা দাতারা। আরব বিশ্বের বিভিন্ন মানবাধিকারকর্মীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ প্রতিবেদন করতে গিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন ও মিসরের বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর সঙ্গে কথা বলেছে আলজাজিরা। তারা সবাই এক বাক্যে বলেছেন, অনেক পশ্চিমা দাতা আরব সংবাদমাধ্যম, মানবাধিকার গোষ্ঠী ও চিন্তক প্রতিষ্ঠানকে দেওয়া আর্থিক সহায়তা স্থগিত করে দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এই দিন থেকেই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, হামাসের হামলার কয়েক দিন পরই গাজা ও পশ্চিম তীরে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা কর্মসূচি স্থগিত করে দেয় অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। তাদের স্থগিত করে দেওয়া অর্থের পরিমাণ ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। পশ্চিমারা অর্থসহায়তা বন্ধ করে দেওয়ার কারণে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, পশ্চিম তীরের সরকার ও মানবাধিকার সংস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এই চার দেশের পর ১১ অক্টোবর সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ছয়টি ফিলিস্তিনি ও পাঁচটি ইসরায়েলি সংস্থাকে লাখ লাখ ডলারের অর্থ সহায়তা স্থগিত করে দেয়। যদিও নিজেদের কার্যক্রম নিয়ে বেশ ইতিবাচক পর্যালোচনা প্রতিবেদন দিয়েছিল এসব সংস্থা।

এই ১১ সংস্থার একটি মিফতাহ। সংস্থাটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গণতন্ত্র ও সুশাসন উন্নয়নে কাজ করে। মিফতাহর পরিচালক জাইদ আমালি বলেন, আমাদের মনে হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ডানপন্থি গোষ্ঠীর চাপের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে মিসরের ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটসের (ইআইপিআর) নির্বাহী পরিচালক হোসাম বাঘাত বলেছেন, পশ্চিমাদের প্রতি ক্রোধ ও বিরক্তি শুধু আমাদের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের মধ্যেও আছে। আমরা জানি না আমরা আদৌ পশ্চিমের কিছু সরকার বা অংশীদারের সঙ্গে যোগাযোগ করতে পারব কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে যুদ্ধে

হত্যা মামলায় গ্রেপ্তার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

ওয়ালটনের ৩৫০ শতাংশ লভ্যাংশ বিতরণ

আন্দোলনে নিহত রিপনের মরদেহ ১১০ দিন পর কবর থেকে উত্তোলন

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

পড়তে ভুলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা?

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকা

আন্দোলনে আহতদের তালিকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম

নির্বাচন কখন, জানালেন নতুন নির্বাচন কমিশনার

ক্রীড়াঙ্গনের মাধ্যমে অবৈধ মাদককে ‘না’ বলতে পারব : আমিনুল হক

১০

আইসিসির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি মার্কিন সিনেটরের

১১

এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

১২

লন্ডন-দিল্লির নতুন প্রেস মিনিস্টার আকবর-ফয়সাল

১৩

জেলের জালে ‘দানব আকৃতির’ কাছিম

১৪

দুই স্বামীর সঙ্গে সংসার করছিলেন জান্নাতুল, অতঃপর...

১৫

ডেঙ্গু / একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৭৯

১৬

৩৯তম বিশেষ বিসিএসে নিয়োগবঞ্চিতদের স্মারকলিপি প্রদান

১৭

বর্তমান সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা বেশি : দেবপ্রিয়

১৮

দুই মাস সূর্যের দেখা মিলবে না শহরে

১৯

সন্তানকে যেন হাত পাততে না হয়, আর্তনাদ অন্তঃসত্ত্বা সুমির

২০
X