২৪ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে দ্বিতীয়বার হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।
স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) এক টেলিভিশন বিবৃতিতে হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির এক বিবৃতি থেকে এ তথ্য জানা জানা যায়। খবর আনাদোলুর।
তিনি জানান, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম এয়ারবেসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, স্ট্রাইক সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে।
এছাড়াও ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। হামলার সময় ইসরায়েলের একাধিক এলাকায় সাইরেন বাজানো হয়েছিল।
এর আগে শনিবার সকালে হুতিরা প্রথমবারের মতো একই বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছিল এবং সেই হামলাও সফল হয়েছে বলে জানিয়েছিল।
২০২৩ সালের নভেম্বর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে আসছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুতিরা সাময়িকভাবে হামলা বন্ধ করলেও ইসরায়েল সম্প্রতি গাজায় পুনরায় বিমান হামলা শুরু করলে তারা আবার হামলা চালানো শুরু করে।
মন্তব্য করুন