ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযানের মধ্যে ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের মুক্তি দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাবাহিনী ১২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই নারী রয়েছেন। প্রতিবেদেনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) গাড়িতে করে দেইর আল বালাহ শহরের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রিজনার্স মিডিয়া অফিস ১২ জন বন্দি মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও তাদের ব্যক্তিগত পরিচয় বা স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করেনি।
ফিলিস্তিনি সূত্র জানায়, বর্তমানে ৯,৫০০’র বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। বন্দিদের মধ্যে অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে ইতোমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে।
এর আগে গত ১৮ মার্চ নির্বিচারে হামলা শুরু করে অবরুদ্ধ উপত্যকাটিতে। নতুন করে শুরু হওয়া এই আগ্রাসনে মাত্র এক মাসে গাজায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ ফিলিস্তিনি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫১ হাজার ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
মন্তব্য করুন