ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দেশটির উত্তরাঞ্চলে এ হামলা চালানো হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বুধবার ভোর ৪টার কিছু পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাইফা, ক্রায়ট এবং গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
হুতিরা ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েল এর আগে সানাসহ বিভিন্ন হুতি লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালিয়েছে। তবে এই সাম্প্রতিক হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রায় প্রতিদিনের মার্কিন বিমান হামলার ধারাবাহিকতায় বুধবারও হুতি নিয়ন্ত্রিত হুদাইদা, মারিব এবং সাদা প্রদেশে হামলা চালানো হয়েছে বলে দাবি হুতিদের। মারিবে একটি হামলা টেলিযোগাযোগ সরঞ্জামে আঘাত হানে, যা আগেও মার্কিন লক্ষ্যবস্তু ছিল।
এর পাল্টা প্রতিক্রিয়ায় হুতিরা আমেরিকান ড্রোনের ওপর আক্রমণ আরও বাড়িয়েছে। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান, তারা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে একটি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এ ধরনের প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার। এটি ৪০ হাজার ফুটের বেশি উচ্চতায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়তে পারে। হুতির দাবি অনুযায়ী, গত এক দশকে তারা ২৬টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।
মার্কিন সেনাবাহিনী এই ড্রোন ভূপাতিত হওয়ার খবর স্বীকার করলেও, বিষয়টি নিয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
মন্তব্য করুন