ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সারা বিশ্বের লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় হামলা বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছেন তারা। এমনকি খোদ ইসরায়েলে জোরালো হচ্ছে যুদ্ধ বন্ধের দাবি। ইসরায়েলের সাধারণ নাগরিকদের পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী ও অভিজাত গোয়েন্দা ইউনিটের সদস্যরাও নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।
সম্প্রতি সরকারের যুদ্ধ নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিমানবাহিনীর এক হাজার প্রবীণ সৈনিকের একটি দল। তাদের সঙ্গে যোগ দেন প্রায় ১৫০ প্রাক্তন নৌবাহিনীর কর্মকর্তাও। এবার ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের অভিজাত গোয়েন্দা ইউনিটের প্রায় ২৫০ রিজার্ভ সদস্যও যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন।
টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গোয়েন্দা ইউনিটের রিজার্ভ সদস্যরা শুক্রবার প্রকাশিত এক চিঠিতে বলেছেন, তারা জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিমান ক্রুদের আহ্বানে যোগ দিচ্ছেন, এমনকি তা যুদ্ধের আচরণে তাৎক্ষণিক পরিবর্তনের বিনিময়ে হলেও। গাজায় অব্যাহত যুদ্ধ এবং বাকি ৫৯ জিম্মিকে ফিরিয়ে দিতে ব্যর্থতার কারণে ইসরায়েলি রিজার্ভ বাহিনীর ভেতর থেকে সমালোচনার ক্রমবর্ধমান ঢেউয়ের মধ্যে সর্বশেষ ঘোষণা এটি।
বৃহস্পতিবার একটি চিঠি প্রকাশ করে যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তিতে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন ইসরায়েলি বিমানবাহিনীর প্রবীণ সৈনিকের ১,০০০ সদস্যের একটি দল। তাদের বেশিরভাগই ইতিমধ্যে অবসর গ্রহণ করছেন। স্বাক্ষরকারীরা যুক্তি দিয়েছিলেন, এখন জাতীয় নিরাপত্তার চেয়ে নেতানিয়াহু তা ‘রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থকে’ বেশি গুরুত্ব দিচ্ছেন।
এরপর বিমানবাহিনীর প্রবীণ সৈনিকদের সঙ্গে যোগ দেন প্রায় ১৫০ প্রাক্তন নৌবাহিনীর কর্মকর্তা এবং কয়েক ডজন রিজার্ভিস্ট ডাক্তারের একটি দল, যারা অবশিষ্ট জিম্মিদের জন্য যুদ্ধের তাৎক্ষণিক অবসানের দাবিতে চিঠিতে তাদের নাম স্বাক্ষর করেন।
তবে সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্মীদের এই সিদ্ধান্তের ফলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি তাদের বিরুদ্ধে ইসরায়েলের শত্রুদের উৎসাহিত করার অভিযোগ করেছেন। নেতানিয়াহু দাবি করেছেন, তিনি ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে যুদ্ধ চলমান রেখেছেন।
মন্তব্য করুন