কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের পরমাণু ওয়াচডগকে বহিষ্কারের হুমকি ইরানের

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণু ওয়াচডগের ইনসপেক্টরদের বহিষ্কারের হুমকি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, দেশের ওপর বাইরের হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে।

শুক্রবার ( ১১ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরান জানিয়েছে, দেশের ওপর বাইরের হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের আলোচনায় সদিচ্ছা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাঈ শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমরা সতর্কতা ও সদিচ্ছার সঙ্গে কূটনীতিকে একটি প্রকৃত সুযোগ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের উচিত এই সিদ্ধান্তের যথাযথ মূল্যায়ন করা, যদিও তারা এখনো শত্রুতা দেখাচ্ছে।

শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ইরান এমন মন্তব্য করেছে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ‘সর্বোচ্চ চাপ’ নীতি প্রয়োগের ঘোষণা দেন। বুধবার তিনি বলেন, আলোচনায় ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিশ্চিতভাবেই নেওয়া হতে পারে এবং এই পদক্ষেপে ইসরায়েল নেতৃত্ব দেবে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বৃহস্পতিবার বলেন, বাইরের হুমকি ও সামরিক আগ্রাসনের সম্ভাবনার কারণে পারমাণবিক পর্যবেক্ষকদের বহিষ্কার ও সহযোগিতা বন্ধের মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

তিনি আরও বলেন, আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আরও সুরক্ষিত স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই ধরনের হুমকি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবির সঙ্গে সাংঘর্ষিক। তিনি সতর্ক করেন, এই পদক্ষেপ ইরানের জন্য একটি গুরুতর ভুল হিসেব হতে পারে।

তিনি আরও যোগ করেন, এই বৈঠক একটি বিচ্ছিন্ন উদ্যোগ, কোনো বৃহত্তর কাঠামোর অংশ নয়। এটি কেবল নির্ধারণ করার জন্য যে ইরান আসলেই আলোচনায় আগ্রহী কিনা।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও তেলের নেটওয়ার্ককে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে বোমাবর্ষণ কার্যক্রমের পাশাপাশি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় ছয়টি বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ যাওয়া নিয়ে উপহাস, অতঃপর...

অস্ত্রের মুখে বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল 

বগুড়ার আ.লীগ নেতা বাবা-ছেলে ঢাকায় গ্রেপ্তার

ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

‘ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতা চরম মানবাধিকারের লঙ্ঘন’

সিলেটে বাটার শোরুম লুটে আ. লীগ নেতার ছেলে আটক

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

আবারও বেড়েছে সোনার দাম

আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু

১০

‘জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’

১১

ভুল ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

১২

কাফনের কাপড় পরে হলেও মেলা করব : গয়েশ্বর

১৩

বাংলাদেশি কর্মী নিয়োগে স্লোভাকিয়ার প্রতি আহ্বান

১৪

ট্রাম্পের নতুন নীতিমালা, মৃতদের তালিকায় হাজারো অভিবাসী

১৫

দক্ষতা থাকা সত্ত্বেও প্রমোশন ও ইনক্রিমেন্ট কেন আটকে যায়

১৬

ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

চার দিন ধরে নিখোঁজ গৃহবধূ, কান্না থামছে না দুই সন্তানের

১৮

গাজীপুরে মিছিল থেকে কারখানায় হামলা

১৯

সৌদি রাষ্ট্রদূতকে ‘হানিট্র্যাপে’ ফেলার অভিযোগ মডেল মেঘনার বিরুদ্ধে

২০
X