সৌদিতে বিপুল গ্যাস ও তেলের খনির সন্ধান সন্ধান মিলেছে। দেশটির পূর্বাঞ্চল এবং এম্পটি কোয়ার্টার এলাকায় এসব খনির খোঁজ পাওয়া গেছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এক ঘোষণায় জানিয়েছেন, পূর্বাঞ্চল এবং এম্পটি কোয়ার্টার এলাকায় সৌদি আরামকো তেল ও গ্যাসের একাধিক নতুন ক্ষেত্র আবিষ্কার করেছে। এসব আবিষ্কার দেশটির হাইড্রোকার্বন সম্ভাবনার পরিধি আরও বিস্তৃত করেছে এবং সৌদি আরবের বৈশ্বিক জ্বালানি নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে।
পূর্বাঞ্চলের জাবু তেলের খনি জাবু-১ কূপ থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করার সম্ভাবনা রয়েছে। আরেক খনি সায়াহিদের সায়াহিদ-২ কূপ থেকে ৬৩০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব। এছাড়া আইফান খনির আইফান-২ কূপ থেকে প্রতিদিন ২,৮৪০ ব্যারেল অপরিশোধিত এবং প্রায় ০.৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
অনুসন্থানে আরও বলা হয়েছে, বেরি ফিল্ডের বেরি-৯০৭ কূপ থেকে দৈনিক ৫২০ ব্যারেল অপরিশোধিত তেল এবং দৈনিক ০.২ এমএমএসসিএফ গ্যাস উত্তোলন করা সম্ভব। এছাড়া মাজালিজ ফিল্ডের মাজালিজ-৬৪ কূপ থেকে দৈনিক ১,০১১ ব্যারেল অপরিশোধিত তেল এবং দৈনিক ০.৯২ এমএমএসসিএফ গ্যাস উত্তোলন করা সম্ভব।
অন্যদিকে এম্পটি কোয়ার্টারের নুওয়াইর ফিল্ডের নুওয়াইর-১ কূপ থেকে দৈনিক ১,৮০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ০.৫৫ এমএমএসসিএফ গ্যাস উত্তোলন করা সম্ভব। দামদাহ ফিল্ডের একটি কূপ থেকে দৈনিক ২০০ ব্যারেল তেল ও অপর কূপ থেকে দৈনিক ১১৫ ব্যারেল তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুরকাস ফিল্ডের একটি কূপ থেকে দৈনিক ২১০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। এরমধ্যে গিজলান ফিল্ডের একটি কূপ থেকে প্রতিদিন ৩২ এমএমএসসিএফ গ্যাস এবং ২,৫২৫ ব্যারেল কনডেনসেট উত্তোলনের সম্ভাবনা রয়েছে। আরাম ফিল্ড থেকে প্রতিদিন ২৪ এমএমএসসিএফ গ্যাস এবং ৩,০০০ ব্যারেল কনডেনসেট পাওয়া যেতে পারে। আর মিহওয়াজ ফিল্ডের প্রতিদিন ৩.৫ এমএমএসসিএফ এবং ৪৮৫ ব্যারেল কনডেনসেট পাওয়া যেতে পারে।
এছাড়া এম্পটি কোয়ার্টারের মারজুক ফিল্ডের দুটি কূপ থেকে প্রতিদিন ৯.৫ এমএমএসসিএফ এবং ১০ এমএমএসসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে জুবাইলার একটি কূপ থেকে প্রতিদিন ১.৫ এমএমএসসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্বালানিমন্ত্রী আব্দুল আজিজ বলেন, এই আবিষ্কারগুলো কেবল সৌদি আরবের জ্বালানি খাতে নেতৃত্বকে দৃঢ় করছে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মন্তব্য করুন