বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপের জন্য মধ্যপ্রাচ্যের দ্বার উন্মুক্ত হয়েছে। সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘সারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে স্টার্টআপটি। সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
এ ছাড়া নিজস্ব সূত্রে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষ সারির কয়েকটি সংবাদমাধ্যম। তবে এ বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। আজ বুধবার চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান হবে। সেখানে শপআপের একীভূত হওয়া এবং হাজার কোটি টাকা বিনিয়োগ পাওয়ার বিষয়টি জানানো হতে পারে।
সংবাদমাধ্যমগুলোর সূত্র বলছে, শপআপ মধ্যপ্রাচ্যের কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার পর ১১ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা।
সৌদি সরকারের বিনিয়োগ তহবিল পিআইএফের সানাবিল ইনভেস্টমেন্ট, পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েলের ভেঞ্চার ক্যাপিটাল তহবিল, ই-বের প্রতিষ্ঠাতা পিয়ের ওমিডিয়ার, কুয়েত সরকারের ওয়াফ্রা, কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন তহবিল থেকে এ বিনিয়োগ পাওয়া গেছে।
একীভূত হলেও বাংলাদেশের শপআপ ও সৌদি আরবের সারি কোম্পানি দুটি বিলুপ্ত হবে না। তারা স্ব স্ব নামে নিজ নিজ ব্যবসা পরিচালনা করবে। এই দুই কোম্পানির মালিকানায় থাকবে সিল্ক গ্রুপ। নতুন কোম্পানির অধীনে সৌদি ছাড়াও পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ব্যবসা বাড়াবে শপআপ ও সারি ।
শপআপের যাত্রা শুরু ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। এটি একটি হোলসেল মার্কেট প্ল্যাটফর্ম। উৎপাদক প্রতিষ্ঠান থেকে পণ্য সংগ্রহ করে সেই পণ্য গুদামজাত, পরিবেশক ও ছোট ছোট মুদি দোকানে সরবরাহ করে থাকে কোম্পানিটি।
বর্তমানে দেশজুড়ে পণ্য সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে শপআপের ২০০টির বেশি পরিবেশক কেন্দ্র বা হাব রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি নিত্যপণ্যের সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামো ও আর্থিক সেবাও দিয়ে থাকে।
মন্তব্য করুন