কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলা
ইসরায়েলের হামলায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে গত সোমবার (৭ এপ্রিল) ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন শতাধিক। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সর্বশেষ নিহতের ঘটনায় গাজায় নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়ে গেছে। অপরদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুঁড়িয়ে দিচ্ছে। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল-সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলছে নেতানিয়াহুর বাহিনী। তারা গত ২৩ মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে।

সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং বাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিল। জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে। গত মাসে একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে, যা একটি মানবিক বিপর্যয়ের দিকে পরিচালিত করেছে। স্পষ্টতই, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের প্রতি কোনো গুরুত্ব দেয়নি এবং পরিবর্তে ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশায় আঘাত করায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ সাকিব

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বান্দরবানে ৮ তামাক চাষি-শ্রমিককে অপহরণ

সরকারি হাসপাতালে হবে ফার্মেসি, মিলবে স্বল্পমূল্যে ওষুধ

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলা / তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, পলাতক আসামিকে পুলিশে দিল জনতা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

‘ক্ষমা করে দিও’, মৃত্যুর আগে ফিলিস্তিনির শেষ কথা

১০

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

১১

মোবাইলের আলোতে সেবা দিচ্ছেন নার্স, রোগীদের ভোগান্তি

১২

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৩

আ.লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিল প্রস্তুত, মধ্যস্থতাকারী কে?

১৫

অটোরিকশা-লরির সংঘর্ষে নিহত ২

১৬

পরিবারকে খুঁজছে পুলিশ / চুরির শিকার শিশুটি সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায়

১৭

প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

১৮

‘নববর্ষ সামনে রেখে দেশব্যাপী নিরাপত্তা বাড়ানো হচ্ছে’

১৯

অনৈতিক কাজে বাধা দেওয়ায় মাকে নির্যাতন করতেন তুরিন

২০
X