কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত : এক নারীর প্রতিবাদ

মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কর্মীর বিক্ষোভের মুখে পড়েন কোম্পানির এআই বিভাগের সিইও মুস্তফা সুলেমান। ছবি: সংগৃহীত
মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কর্মীর বিক্ষোভের মুখে পড়েন কোম্পানির এআই বিভাগের সিইও মুস্তফা সুলেমান। ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে এক আলোচিত মুহূর্ত তৈরি হয়েছে, যখন এক নারী কর্মী গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সরাসরি মঞ্চে প্রতিবাদ জানান।

ইসরায়েলি সেনাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি সরবরাহ করার অভিযোগে কোম্পানির ওপর ক্ষোভ জানিয়ে বলেন, মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে।

শনিবার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুস্তফা সুলেমানের বক্তৃতার সময় এ প্রতিবাদ শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, সাবেক সিইও স্টিভ বলমার এবং বর্তমান সিইও সত্য নাদেলা। এই তিনজনকে ২০১৪ সালের পর প্রথমবারের মতো এক মঞ্চে দেখা যায়।

সেই সময়ে মাইক্রোসফটের নারী কর্মী ইবতিহাল আবুসাদ হঠাৎ মঞ্চের সামনে গিয়ে চিৎকার করে বলেন, মুস্তফা, তোমার লজ্জা নেই? তুমি বলো এআইকে ভালো কাজে ব্যবহার করবে, অথচ মাইক্রোসফট ইসরায়েলি সেনাদের এআই প্রযুক্তি সরবরাহ করছে! ৫০ হাজার মানুষ মারা গেছে। মাইক্রোসফট এই গণহত্যার অংশীদার!

প্রতিবাদ চলাকালে ইবতিহাল বলেন, সুলেমান এবং পুরো মাইক্রোসফটের হাতেই রক্ত লেগে আছে। প্রতিবাদের একপর্যায়ে তিনি মঞ্চের উদ্দেশ্যে ফিলিস্তিনের প্রতীক ‘কেফিয়াহ স্কার্ফ’ ছুড়ে দেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

ঘটনার সময় সুলেমান শান্তভাবে উত্তর দেন, আপনার প্রতিবাদ আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ।

এই ঘটনার পরপরই আরেক কর্মী ভানিয়া আগারওয়ালও একইভাবে বিক্ষোভে অংশ নেন। তিনি মঞ্চে থাকা গেটস, বলমার ও নাদেলার সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। উল্লেখযোগ্যভাবে, এই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল, ফলে প্রতিবাদের দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে ফেব্রুয়ারিতে, গাজায় গণহত্যায় মাইক্রোসফটের সম্পৃক্ততা নিয়ে অভ্যন্তরীণ এক বৈঠকে প্রতিবাদ জানানোয় পাঁচ কর্মীকে বরখাস্ত করা হয়েছিল।

প্রসঙ্গত, গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এ বছর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে জানায়, মাইক্রোসফট ও তাদের অংশীদার ওপেনএআই গোপনে ইসরায়েলি বাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহ করছে। এসব প্রযুক্তির সহায়তায় গাজা ও লেবাননে হামলার লক্ষ্য নির্ধারণ করছে ইসরায়েল।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ।

মাইক্রোসফট কর্মীদের এই সরব অবস্থান দেখিয়ে দিচ্ছে, প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানিগুলোর নৈতিক দায় নিয়ে প্রশ্ন উঠছে দিন দিন। ইবতিহাল আবুসাদের সাহসী প্রতিবাদ সেই প্রশ্নগুলোকেই সামনে নিয়ে এসেছে বিশ্বমঞ্চে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে তিন ম্যাচ নিষিদ্ধ মরিনহো

‘বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান’

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকার টোল আদায়

দীর্ঘ ছুটি শেষে বুধবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড 

ছয় ম্যাচ হাতে রেখেই ফরাসি লিগের অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ

পেনাল্টির বাজিতে হেরে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে টাকা দেননি ভিনি!

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, অতঃপর...

হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি

১০

কোকোর শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

চোখজুড়ানো ফুলে প্রকৃতি মাতাচ্ছে মেঘশিরীষ

১২

বার্সা পয়েন্ট খোয়ানোয় জমে উঠেছে লা লিগার শিরোপা রেস

১৩

সাত বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৪

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৫

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

১৬

ভারতে দুর্ঘটনার কবলে ৭০ বাংলাদেশি পর্যটকবাহী বাস

১৭

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

১৮

‘নিজেই আইডি খুলে ধর্ষণের হুমকি ছাত্রদল নেত্রীর’

১৯

বৈঠকে বিএনপিকে কী বলেছে হেফাজত

২০
X