কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের বর্বরতা প্রকাশ্যে আনল নিউইয়র্ক টাইমস

ইসরায়েলি সেনারা যখন গুলি চালায় তখন ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স এবং একটি অগ্নিনির্বাপক ট্রাকে স্পষ্টভাবে জরুরি আলো জ্বলছিল। ছবি: নিউইয়র্ক টাইমসের
ইসরায়েলি সেনারা যখন গুলি চালায় তখন ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স এবং একটি অগ্নিনির্বাপক ট্রাকে স্পষ্টভাবে জরুরি আলো জ্বলছিল। ছবি: নিউইয়র্ক টাইমসের

ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজায় ২৩ মার্চ একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাদের বর্বরতা ও মিথ্যাচার প্রকাশ্যে আনল নিউইয়র্ক টাইমস। হত্যার পর বুলডোজার দিয়ে নির্মমভাবে ধুলোর নিচে গণকবরে চাপা দেওয়া হয় তাদের লাশ।

মর্মান্তিক এ ঘটনা নিয়ে ইসরায়েল দাবি করেছিল, অ্যাম্বুলেন্সটি হেডলাইট ছাড়াই চলছিল এবং হামাস যোদ্ধাদের পরিবহন করছিল।

শনিবার (৫ এপ্রিল) নিউইয়র্ক টাইমস একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায়, হামলার সময় অ্যাম্বুলেন্স এবং একটি অগ্নিনির্বাপক ট্রাকে স্পষ্টভাবে জরুরি আলো জ্বলছিল। এই ভিডিওটি ইসরায়েলি কর্তৃপক্ষের দাবির বিরোধিতা করে এবং তাদের মিথ্যাচার এবং ভয়ংকর যুদ্ধপরাধকে প্রকাশ্যে আনে। তবে ইসরায়েল সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিউইয়র্ক টাইমস জানায়, ভিডিওটি এক চিকিৎসকের মোবাইল ফোনে ধারণ করা হয়েছে এবং এটি জাতিসংঘের এক জ্যেষ্ঠ কূটনীতিকের মাধ্যমে পাওয়া গেছে, যিনি নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।

এরপর নিউইয়র্ক টাইমস ভিডিওটির সময় এবং স্থান যাচাই করেছে। কূটনীতিকের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিডিওটি ধারণকারী চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি, কারণ তার পরিবার ইসরায়েলি সেনাদের হাতে প্রতিশোধের ভয় পাচ্ছিল।

ভিডিওটি যাচাই করে দেখা যায়, দক্ষিণ গাজায় অ্যাম্বুলেন্সের একটি বহর এবং একটি দমকলের গাড়ি তাদের জরুরি আলো জ্বলতে জ্বলতে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। তারপর রাস্তা থেকে লাইনচ্যুত অন্য একটি গাড়ির পাশে এসে থামে।

এরপর পাশের ওই গাড়িটি যখন ঘটনাস্থলের কাছে পৌঁছায়, তখন একজন লোককে বলতে শোনা যায়, ‘হে আল্লাহ, আমি আশা করি তারা ঠিক আছে... দেখো তারা চারপাশে পড়ে আছে, তারা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্রুত, দ্রুত..., মনে হচ্ছে দুর্ঘটনা ঘটেছে।’

ভিডিওটি ধারণকারী ব্যক্তিটি তারপর তার গাড়ি থেকে নেমে আসেন। লাইনচ্যুত গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে গুলির শব্দ শোনা যায়। এরপর লোকটিকে শাহাদা পাঠ করতে শোনা যায়, যা সাধারণত ইসলাম ধর্মের অনুসারিরা মৃত্যুর আগে পড়ে থাকেন।

সেই মুহূর্তে, ভিডিওটি অন্ধকার হয়ে যায়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, এরপর পাঁচ মিনিট ধরে গুলিবর্ষণ চলতে থাকে।

সংবাদমাধ্যমটি থেকে জানা যায়, এই পাঁচ মিনিটের মধ্যে একজন ব্যক্তিকে আরবিতে বলতে শোনা যায়, এখানে ইসরায়েলিরা আছে। অন্য দিক থেকে ইসরায়েলি সৈন্যদের হিব্রু ভাষায় অস্পষ্ট আদেশ দিতে শোনা যায়।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গাজা উপত্যকার দক্ষিণে ধুলোর মধ্যে একটি গণকবর থেকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট, জাতিসংঘ এবং হামাস-সংশ্লিষ্ট ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের ১৫ জন চিকিৎসক ও সাহায্যকর্মীকে উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে ছিল ছিন্নভিন্ন অবস্থায় থাকা অ্যাম্বুলেন্স এবং অন্যান্য উদ্ধারকাজের জন্য ব্যবহৃত যানবাহন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী এই চিকিৎসক ও সাহায্যকর্মীদের হত্যা করার পর তাদের লাশ বুলডোজার দিয়ে ধুলোর নিচে চাপা দেয়, যাতে প্রমাণ লুকানো যায়।

শুক্রবার (৪ এপ্রিল) জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রধান ড. ইউনিস আল খাতিব বলেন, এই মানবিক কর্মীদের খুব কাছ থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তিনি আরও বলেন, ইসরায়েল মৃতদেহগুলোর অবস্থান সম্পর্কে আট দিন ধরে আমাদের অন্ধকারে রেখেছিল। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধ বিধির স্পষ্ট লঙ্ঘন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থল থেকে নেওয়া স্যাটেলাইট চিত্রগুলো দেখার পর ইসরায়েলি সেনারা গাড়িগুলোকে রাস্তা থেকে সরিয়ে একসঙ্গে জড়ো করে রেখেছিল। দুদিন পর তোলা চিত্রে দেখা যায়, গাড়িগুলো মাটিচাপা হয়ে রয়েছে।

এরপর খনন করা মাটির পাশে ৩টি ইসরায়েলি সামরিক বুলডোজার এবং একটি খননকারী যন্ত্রের উপস্থিতি পরিলক্ষিত হয়। গণকবরের উভয় দিকেই বুলডোজারগুলো রাস্তায় মাটির বাধ তৈরি করেছে, যা নির্দেশ করে ইসরায়েলি বাহিনী পেশাদারত্বের সঙ্গে হত্যাকাণ্ডের পর লাশ গুম করার চেষ্টা করেছিল।

বর্বরতম ঘটনার এই নতুন দিকটি উন্মোচন করে জাতিসংঘের কর্মকর্তারা জানান, ২৩ মার্চ রাফায় আহতদের সাহায্য করতে যাওয়ার পথে এসব চিকিৎসক ও সাহায্যকর্মী নিখোঁজ হয়ে গিয়েছিল।

ঘটনা আলোচনায় এলে, ২৮ মার্চ ইসরায়েলি সেনারা তাদের এই কার্যক্রমের জন্য স্বীকারোক্তি দেয় এবং জানায় যে তারা অ্যাম্বুলেন্স এবং ফায়ার ইঞ্জিনের ওপর গুলি চালিয়েছে। ইসরায়েল তাদের দাবি করে, গুলি চালানো গাড়িগুলো ‘সন্দেহজনক যানবাহন’ ছিল এবং সেগুলো সম্ভবত হামাস যোদ্ধাদের পরিবহন করছিল।

এই ঘটনাটি যখন ঘটে তখন যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ ইসরায়েল গাজায় তীব্র বোমাবর্ষণ পুনরায় শুরু করার এবং তার পরবর্তী পাঁচ দিন পর নতুন করে স্থল আক্রমণ শুরু করার পরে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যার মাধ্যমে ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষের পাশাপাশি মানবিক সহায়তা কর্মীদেরও লক্ষ্যবস্তু করেছে।

জাতিসংঘের কর্মকর্তারা আরও জানান, নিহত চিকিৎসক ও সাহায্যকর্মীরা ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তাদের হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এর বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক আদালত এবং মানবাধিকার সংস্থাগুলির পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তির দাবি উঠেছে।

এটি একটি স্পষ্ট উদাহরণ যে ইসরায়েলি বাহিনী যুদ্ধে কেবল সেনা বা হামাস যোদ্ধাদের নয়, বরং নিরীহ ফিলিস্তিনিদের এবং মানবিক সহায়তাকারী কর্মীদেরও হত্যা করছে, যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত। পুরো পৃথিবী এখন এই হত্যাকাণ্ডের তদন্ত এবং অভিযুক্তদের বিচার দাবি করছে।

এই ঘটনা আবারও আন্তর্জাতিক মহলে ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং মিথ্যাচারের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তুলেছে এবং মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ

পেনাল্টির বাজিতে হেরে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে টাকা দেননি ভিনি!

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, অতঃপর...

হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি

কোকোর শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

চোখজুড়ানো ফুলে প্রকৃতি মাতাচ্ছে মেঘশিরীষ

বার্সা পয়েন্ট খোয়ানোয় জমে উঠেছে লা লিগার শিরোপা রেস

সাত বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

১০

ভারতে দুর্ঘটনার কবলে ৭০ বাংলাদেশি পর্যটকবাহী বাস

১১

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

১২

‘নিজেই আইডি খুলে ধর্ষণের হুমকি ছাত্রদল নেত্রীর’

১৩

বৈঠকে বিএনপিকে কী বলেছে হেফাজত

১৪

রাফায় অবশিষ্ট ভবনও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, নিহত ২৭

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে নিউইয়র্কে মতবিনিময় সভা

১৬

রাশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

১৭

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার

১৮

টিকটকারের কথায় ভিডিও করতে গিয়ে শিশুর মৃত্যু

১৯

আবারও মিথ্যাচারের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে

২০
X