ভয়ংকর বিপদের মুখোমুখি ইসরায়েল। দেশটিতে সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ইসরায়েল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জ্যুইশ পিপল পলিসি ইনস্টিটিউট (জেপিপিআই) পরিচালিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন, দেশটির মধ্যে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী, এটাই বর্তমান পরিস্থিতির প্রতি দেশের জনগণের গভীর উদ্বেগকে প্রতিফলিত করছে।
জরিপটি অনুষ্ঠিত হয় সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আহারন বারাকের মার্চ ২০ তারিখে করা এক সতর্কতার প্রেক্ষিতে। তিনি বলেছিলেন, আমরা গৃহযুদ্ধের এক মুহূর্তের দূরত্বে আছি। তার মতে, দেশীয় বিরোধের কারণে এই বিপদ আরও প্রবল হচ্ছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ২৭ শতাংশ প্রতিক্রিয়া জানিয়েছেন যে, তারা বারাকের মতামতের সঙ্গে একমত। অন্যদিকে, ৩৩ শতাংশ বলেছেন যে বারাক কিছুটা বাড়িয়ে বলছেন, তবে গৃহযুদ্ধের সম্ভাবনা এখনো বাস্তব। ১৬ শতাংশ মনে করেন, গৃহযুদ্ধের কোনো প্রকৃত বিপদ নেই।
জরিপে আরও দেখা গেছে, ডানপন্থি ব্যতীত সব রাজনৈতিক মতাদর্শের জনগণ গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে।
এর আগে মারিভ সংবাদপত্রে প্রকাশিত অপর এক জরিপে দেখা যায়, ২০২৩ সালের জুলাই মাসে বিচারিক সংস্কারের বিষয়ে ব্যাপক প্রতিবাদ এবং জনগণের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা বেড়ে গিয়েছিল। এই সময় ৫৮ শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করেছিল যে বিচারিক সংস্কারের কারণে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে। যদিও সেই প্রতিবাদগুলো ৭ অক্টোবর হামাসের হত্যাযজ্ঞের পর স্থগিত হয়।
মন্তব্য করুন